পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রথম দু'দিনে গরমিল 553 টোকেনে - token missing from east west metro

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রথম দিনের শেষে সবকটি টোকেন গুনে মেলাবার সময় গরমিল ধরা পড়ে । প্রথমদিন টিকিট বিক্রি হয় 11860টি ৷ ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম দিনের যাত্রা শেষ হওয়ার পর দিনের শেষে টোকেন গোনার সময় কম পরে প্রায় 353টি টোকেন । দ্বিতীয় দিন প্রায় 200টি টোকেন কম পড়ে ৷

token missing from east west metro
ইস্ট ওয়েস্ট মেট্রোয় প্রথম দিনেই টোকেন গরমিল

By

Published : Feb 16, 2020, 12:50 AM IST

কলকাতা, 16ফেব্রুয়ারি : শুরুটা মধুর হলেও শেষটা ঠিক অতটা সুন্দর হল না । সারাদিন বেশ ভালো কাটলেও বিপত্তি ঘটল দিনের শেষে যখন টোকেন গোনা শুরু হল । ইস্ট-ওয়েস্ট মেট্রোর টোকেন উধাও । একটা নয়, দুটো নয় উধাও 353টি টোকেন । প্রথমদিন টিকিট বিক্রি হয় 11860টি ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম দিনের যাত্রা শেষ হওয়ার পর দিনের শেষে টোকেন গোনার সময় কম পড়ে প্রায় 353টি টোকেন । দ্বিতীয় দিন সেই সংখ্য়া প্রায় 200টি ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক মেট্রো আধিকারিক জানান যে, দিনের শেষে সবকটি টোকেন গুনে মেলাবার সময় এই গরমিল ধরা পড়ে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে দীর্ঘ 36 বছর পর আবার শহরে অন্য রুটে মেট্রো ছুটল, তাই প্রথম যাত্রার স্মৃতিকে ধরে রাখতেই যাত্রীরা আবেগ তাড়িত হয়ে টোকেনগুলি নিজেদের কাছে রেখে দিয়েছেন। তিনি আরও বলেন, এর ফলে মেট্রোর যথেষ্ট ক্ষতি হয়েছে । কারণ টোকেন বানাতে খরচ পরে অনেক । তাই মোট 553টি টোকেনের হিসেব না মেলায অনেকটাই লোকসান হয়েছে মেট্রোর ।

প্রসঙ্গত, শুক্রবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর করিডোরের প্রথম পর্যায়ের বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হয়েছে । প্রথম দিনেই ভিড় টেনেছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো । শুক্রবার রাত 8টা পর্যন্ত পাওয়া ইস্ট-ওয়েস্ট মেট্রোর হিসেবে দেখা গেছে যে সারাদিনে প্রায় 13495 এর কাছাকাছি যাত্রী এই পরিষেবা পেয়েছেন। প্রথম দিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর মোট আয় হয়েছে 1.31 লক্ষ টাকা ।

ABOUT THE AUTHOR

...view details