কলকাতা, 28 অগস্ট: আগামী 24 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। তবে আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর থেকে শহরতলিতে। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত কয়েকদিনে কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল তা এবার কমবে। গত 24 ঘণ্টায় কলকাতা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 98%। গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 22 মিলিমিটার।