কলকাতা, 10 জুলাই : উলটোডাঙা উড়ালপুলের ফাটল মেরামতির জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হল যান চলাচল । কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA) যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে নয়া রুট ঘোষণা করেছে ।
EM বাইপাস হয়ে বিমানবন্দরগামী যান চলাচলের ক্ষেত্রে চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহারের নির্দেশ দিয়েছে KMDA । তাছাড়াও বিমানবন্দরগামী যানগুলোকে AJC বোস রোড, APC রায় রোড, শ্যামবাজার 5 পয়েন্ট, RG কর রোড ও যশোর রোড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে । অন্যদিকে বিমানবন্দর থেকে শহরমুখী যানগুলোর ক্ষেত্রে নিউটাউন-চিংড়িঘাটা- EM বাইপাস রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে ।