পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রবীন্দ্রভারতীতে জয়ী TMCP, ভোটের নামে প্রহসন বলছে বিরোধীরা - ছাত্র পরিষদ

292 টি CR (ক্লাস রিপ্রেজেন্টেটিভ) আসনের মধ্যে 285 টিতে ভোট হওয়ার কথা ছিল । সেগুলির মধ্যে 11টি বাদে বাকি আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জিতেছে তৃণমূল ছাত্র পরিষদ । 11 টি আসনে ভোট হয় আজ । তার মধ্যে 9 টিতে জিতেছে TMCP ।

Rabindra Bharati University
রবীন্দ্রভারতী

By

Published : Dec 2, 2019, 9:16 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর :রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোটে জিতল TMCP (তৃণমূল ছাত্র পরিষদ) । 292 টি CR (ক্লাস রিপ্রেজেন্টেটিভ) আসনের মধ্যে 285 টিতে ভোট হওয়ার কথা ছিল । সেগুলির মধ্যে 11টি বাদে বাকি আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জিতেছে তৃণমূল ছাত্র পরিষদ । 11 টি আসনে ভোট হয় আজ । তার মধ্যে 9 টিতে জিতেছে TMCP । বাকি দু'টিতে জিতেছে নির্দল প্রার্থী ।

TMCP-র উত্তর কলকাতা জেলা সভাপতি বিশ্বজিৎ দে (বাপ্পা) বলেন, "292 টি আসনের প্রতিটিতেই তৃণমূল ছাত্র পরিষদ নমিনেশন জমা দিয়েছিল । এই জয় সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ । প্রতিদিন যদি ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখা যায়, তাদের পরিষেবা দেওয়া যায় তাহলে ভোটের ফলাফল এরকম হওয়াটাই স্বাভাবিক । এটা সম্পূর্ণভাবেই প্রত‍্যাশিত ছিল ।"

সবুজ পতাকায় ঢাকল রবীন্দ্র ভারতী

TMCP-র জয় নিয়ে SFI-এর রাজ‍্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "ভোটের নামে প্রহসন হয়েছে । বিরোধীদের হুমকি দেওয়া হয়েছে । শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে । যদি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হয় তাহলে ছাত্রদের জনমত একরকম হবে, আর যদি গুন্ডামি করে নির্বাচন হয় তাহলে ছাত্রদের জনমত অন্যরকম হবে । এটা ছাত্রদের জনমতের প্রতিফলন বলে আমরা মনেই করছি না । এটাকে ভোট বলা যায় না ।"

ভিডিয়োয় দেখুন কী বলছেন TMCP-র উত্তর কলকাতা জেলা সভাপতি

CP-র সভাপতি সৌরভ প্রসাদ বলেন, "ছাত্র-ছাত্রীদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য প্রচার চলছে । কলেজগুলো থেকে কাটমানি আসছে । সরকারের সদিচ্ছা নেই সঠিকভাবে ছাত্রভোট করতে দেওয়ার ।"

বিশ্বজিৎ দে বলেন, "যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকত তাহলে কিন্তু 11টা আসনে লড়াইটা হতো না ।"

ABOUT THE AUTHOR

...view details