কলকাতা, 7 জানুয়ারি : বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙন স্পষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতাদের মধ্যে বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জেলার সঙ্গে সমন্বয় সাধনের জন্য। বুধবার সন্ধ্যায় এমনই খবর ছড়িয়ে পড়ে রাজ্যে। কিন্তু সেই খবর আদৌ সত্যি নয় বলে জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়টি জানানো হয়। সেখানে একটি টুইটে লেখা হয়েছে, "একটি বা দুটি সংবাদমাধ্যমে বাংলার কয়েকটি জেলায় 'পর্যবেক্ষক' নিয়োগ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। এই ধরনের কোনও নিয়োগ হয়নি।"
উল্লেখ্য, কয়েক মাস আগেই তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক পদটি তুলে দেওয়া হয়। আর তার পর থেকেই কার্যত বিবাদ বাড়ে তৃণমূল ও শুভেন্দু অধিকারীর মধ্যে। সেই বিবাদের জেরেই দল ছেড়ে এখন বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু। অনেকেই তাঁর সঙ্গে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। অনেকে আবার বিদ্রোহ শুরু করে দিয়েছেন তৃণমূলের অন্দরে থেকেই।