কলকাতা, 4 ডিসেম্বর : কংগ্রেসকে ডিপ ফ্রিজে পাঠানোর পর এবার সিপিএমকে জাদুঘরে পাঠাল তৃণমূল কংগ্রেস (TMC claims cpim will soon get a place in museum) ৷ শুক্রবার শাসকদলের মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয় প্রতিবেদনের মাধ্যমে কংগ্রেস নেতৃত্বকে তোপ দাগা হয়েছিল ৷ শনিবার সেই সম্পাদকীয় প্রতিবেদনের মাধ্যমেই সিপিএমের সমালোচনা করল ঘাসফুল শিবির (TMC Attacks CPIM) ৷
শুধু সমালোচনাই নয়, সম্পাদকীয়র শুরুতে রীতিমতো ব্যঙ্গ করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন শাসকদলকে ৷ লেখা হয়েছে, শীতকালে কলকাতায় ঘুরতে এসে অনেকেই জাদুঘর দেখতে যান ৷ অনেকে ব্রিগেডের সভায় যোগ দিতে এসেও জাদুঘর, চিড়িয়াখানায় যান ৷ সেখানে সিপিএমও নিজেদের নাম খোদাই করার চ্যালেঞ্জ নিয়েছে ৷
প্রসঙ্গত, 2021-এর বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা তৈরি করে ভোটে লড়ে বামেরা ৷ সেই জোটে একদিকে ছিল কংগ্রেস আর অন্যদিকে ছিল আব্বাস সিদ্দিকির আইএসএফ ৷ কিন্তু ভোটের ময়দানে সেই মোর্চা প্রভাব ফেলতে পারেনি ৷ লোকসভার মতোই বিধানসভাতেও বামেরা একটিও আসন জিততে পারেনি ৷
এদিনের সম্পাদকীয়তে (tmc mouthpiece editorial) সেই প্রসঙ্গ টেনে এনে তৃণমূলের দাবি, ‘‘কলকাতা পুরনির্বাচন শেষ হলে সেখানেও বিগ জিরো নিশ্চিত ৷’’ এর সঙ্গে কটাক্ষ করা হয়েছে, ‘‘এরপর সাংবাদিকদের ডেকে বলা হবে আমরা মানুষের মানসিকতা ধরতে পারিনি ৷ কেন এমন হল ভেবে দেখব ৷ পার্টিতে আলোচনা করব ৷ ভুল শুধরে নেব ৷’’