পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC Attacks CPIM : এবার জাগোবাংলায় নিশানায় সিপিএম, জাদুঘরে ঠাঁই হবে বলে কটাক্ষ তৃণমূলের মুখপত্রে - Latest News on TMC

শাসকদলের মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয় প্রতিবেদনে শনিবার সিপিএমকে জাদুঘরে পাঠাল তৃণমূল কংগ্রেস (TMC Attacks CPIM) ৷

tmc mouthpiece editorial claims cpim will soon get a place in museum
TMC Attacks CPIM : সিপিএমের ঠাঁই হবে জাদুঘরে, জাগোবাংলার প্রতিবেদনে কটাক্ষ তৃণমূলের

By

Published : Dec 4, 2021, 8:32 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : কংগ্রেসকে ডিপ ফ্রিজে পাঠানোর পর এবার সিপিএমকে জাদুঘরে পাঠাল তৃণমূল কংগ্রেস (TMC claims cpim will soon get a place in museum) ৷ শুক্রবার শাসকদলের মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয় প্রতিবেদনের মাধ্যমে কংগ্রেস নেতৃত্বকে তোপ দাগা হয়েছিল ৷ শনিবার সেই সম্পাদকীয় প্রতিবেদনের মাধ্যমেই সিপিএমের সমালোচনা করল ঘাসফুল শিবির (TMC Attacks CPIM) ৷

শুধু সমালোচনাই নয়, সম্পাদকীয়র শুরুতে রীতিমতো ব্যঙ্গ করা হয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন শাসকদলকে ৷ লেখা হয়েছে, শীতকালে কলকাতায় ঘুরতে এসে অনেকেই জাদুঘর দেখতে যান ৷ অনেকে ব্রিগেডের সভায় যোগ দিতে এসেও জাদুঘর, চিড়িয়াখানায় যান ৷ সেখানে সিপিএমও নিজেদের নাম খোদাই করার চ্যালেঞ্জ নিয়েছে ৷

প্রসঙ্গত, 2021-এর বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা তৈরি করে ভোটে লড়ে বামেরা ৷ সেই জোটে একদিকে ছিল কংগ্রেস আর অন্যদিকে ছিল আব্বাস সিদ্দিকির আইএসএফ ৷ কিন্তু ভোটের ময়দানে সেই মোর্চা প্রভাব ফেলতে পারেনি ৷ লোকসভার মতোই বিধানসভাতেও বামেরা একটিও আসন জিততে পারেনি ৷

এদিনের সম্পাদকীয়তে (tmc mouthpiece editorial) সেই প্রসঙ্গ টেনে এনে তৃণমূলের দাবি, ‘‘কলকাতা পুরনির্বাচন শেষ হলে সেখানেও বিগ জিরো নিশ্চিত ৷’’ এর সঙ্গে কটাক্ষ করা হয়েছে, ‘‘এরপর সাংবাদিকদের ডেকে বলা হবে আমরা মানুষের মানসিকতা ধরতে পারিনি ৷ কেন এমন হল ভেবে দেখব ৷ পার্টিতে আলোচনা করব ৷ ভুল শুধরে নেব ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধানসভা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের দেখতে না পেয়ে আক্ষেপ করেছিলেন ৷ সেই মমতার দলের মুখপত্রে কেন এমন প্রতিবেদন প্রকাশিত হল, সেই প্রশ্নই আপাতত উঠছে ৷

এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর মত, পৌরসভা নির্বাচনে একতরফা ভাবে তৃণমূল কংগ্রেস জিতবে ৷ সেই হিসেবেই এই রাজনৈতিক মন্তব্য করেছে তারা ৷ তার কারণ, বিরোধীদের সঙ্গে প্রচারে সেভাবে লোক দেখা যাচ্ছে না ৷ সেটা ভয়ে হতে পারে, তৃণমূলের প্রতি ভালবাসা থেকেও হতে পারে ৷

আরও পড়ুন :TMC hits out Congress : ডিপফ্রিজে কংগ্রেস, জাগোবাংলায় সম্পাদকীয়তে ফের তৃণমূলের নিশানায় রাহুল-সোনিয়ার দল

এদিনের ওই প্রতিবেদনে কংগ্রেসকেও কটাক্ষ করা হয়েছে ৷ কেন জেদ করে সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট গড়ল, সেই প্রশ্ন তুলেছে তৃণমূল ৷ এই নিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর মত, তৃণমূল বুঝেছে যে বাম-কংগ্রেসের থেকে যে ভয় আছে, বিজেপির থেকে তা নেই ৷ বিজেপির জুজু দেখিয়ে একটি অংশের ভোট পাওয়া যাবে ৷ কিন্তু বাম-কংগ্রেস শক্তি পেলে, তৃণমূলের সমস্যা হবে ৷ তাই তৃণমূলও বিরোধী হিসেবে বিজেপিকে চায় ৷ তাই হয়তো বাম-কংগ্রেসকে জোটকে তৃণমূল ভয় পায় ৷

ABOUT THE AUTHOR

...view details