পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মেট্রোরেলের কথামতো বউবাজারের ঘর ছাড়লেন মন্ত্রী - কলকাতা

ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের কথামতো বউবাজারের ঘর ছাড়লেন মন্ত্রী তাপস রায় । ১০৫ বি বি গাঙ্গুলি স্ট্রিটের চারতলার ফ্ল্যাটে থাকতেন তিনি । গতরাতে মেট্রোরেল কর্তৃপক্ষ বাড়ি খালি করার কথা বলে তাপসবাবুকে ৷

তাপস রায়

By

Published : Sep 5, 2019, 2:11 PM IST

কলকাতা, ৫ সেপ্টেম্বর : ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের কথামতো বউবাজারের ঘর ছাড়লেন মন্ত্রী তাপস রায় । বউবাজারের ১০৫ বি বি গাঙ্গুলি স্ট্রিটের চারতলার ফ্ল্যাটে থাকতেন তিনি । হঠাৎ করে গতরাতে মেট্রোরেলের তরফে তাঁকে বলা হয়, বৃহস্পতিবার সকালে বাড়ি খালি করতে হবে । ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের কাজের জন্য 105 নম্বর বি বি গাঙ্গুলি স্ট্রিটের এই মঙ্গল জ্যোতি অ্যাপার্মেন্টটি ক্ষতিগ্রস্ত হয়েছে । ইতিমধ্যেই বাড়িটির ভিতরে ক্ষতি হয়েছে । তাই বড় রকমের দুর্ঘটনা এড়াতে বাড়ি খালি করতে বলা হয়েছে । এই মঙ্গল জ্যোতি অ্যাপার্টমেন্টটি তৈরি হয়েছে 15 বছর আগে । 14 বছর ধরে 8টি পরিবার এই অ্যাপার্টমেন্টে থাকেন ।

মন্ত্রী তাপস রায় বলেন, হঠাৎ করেই বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ পেয়ে কিছুটা হতবাক হয়েছেন । তবে নির্দেশ মতো তিনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন নিজের পরিবারকে নিয়ে । তাপসবাবু বলেছেন, "খুবই খারাপ লাগছে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে । তবে শুধু নিজের জন্য খারাপ লাগছে না ৷ এই এলাকার প্রতিটা মানুষের জন্যই খারাপ লাগছে । ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য যেসব মানুষ ঘরছাড়া হয়েছেন সবার জন্যই খুব খারাপ লাগছে । এইভাবে বিপদের দিনে পাড়ার মানুষ এলাকার মানুষকে ছেড়ে যেতে হচ্ছে এর জন্য খুব খারাপ লাগছে ।" আপাতত পরিবার নিয়ে মন্ত্রীদের সরকারি কোয়ার্টারে থাকবেন তাপসবাবু ।

তাপস রায়ের সহধর্মিণী শুভ্রা বলেন, এই কঠিন পরিস্থিতিতে এলাকার মানুষকে এভাবে ছেড়ে চলে যেতে খুবই খারাপ লাগছে । ৪০ বছর ধরে তাঁরা এই এলাকার বাসিন্দা । তিনি ভাবতেও পারছেন না কখনও এমন কোনও পরিস্থিতি হবে ।

ABOUT THE AUTHOR

...view details