পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Manik Bhattacharjee বিধানসভায় হাজির তৃণমূল বিধায়ক মানিক, প্রশ্ন তুললেন সিবিআইয়ের লুক আউট নোটিশ নিয়েও

নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) সিবিআই (CBI) ও ইডি (ED) খুঁজে পাচ্ছে না প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (TMC MLA Manik Bhattacharjee) ৷ তাঁর বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিশও ৷ কিন্তু সেই মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার দেখা গেল বিধানসভায় ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়ক হিসেবে তিনি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন ৷

TMC MLA Manik Bhattacharjee Questions over CBI Look Out Notice against him in Recruitment Scam Investigation
Manik Bhattacharjee বিধানসভায় হাজির তৃণমূল বিধায়ক মানিক, প্রশ্ন তুললেন সিবিআইয়ের লুক আউট নোটিশ নিয়েও

By

Published : Aug 30, 2022, 6:00 PM IST

কলকাতা, 30 অগস্ট : সিবিআই (CBI) রিপোর্টে নিখোঁজ । তাঁকে ফোনে না পেয়ে, বাড়িতে গিয়ে সন্ধান না পেয়ে অবশেষে লুকআউট নোটিশ (Look Out Notice) জারি করেছে সিবিআই । তবে এসবের মধ্যেই মঙ্গলবার রাজ্য বিধানসভার বৈঠকে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যথারীতি যোগ দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (TMC MLA Manik Bhattacharjee) । এবং এদিন বৈঠকে যোগ দিয়ে তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই তাঁকে ডেকেছে তিনি হাজিরা দিয়েছেন । যে ধরনের সহযোগিতা চেয়েছেন, তা তিনি করেছেন । কিন্তু তিনি বুঝতে পারছেন না এরপরেও কেন লুকআউট নোটিশ জারি করা হল ।

এদিন তিনি বিধানসভায় উপস্থিত হলেও সরাসরি সংবাদ মাধ্যমের সামনে আসতে চাননি । তৃণমূল (Trinamool Congress) বিধায়ক তাপস রায়ের ঘরে বসে দীর্ঘক্ষণ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন । এই মুহূর্তে তিনি বিধানসভার তিনটে কমিটির সদস্য । সব ক’টিই শিক্ষা সংক্রান্ত । আজ উচ্চশিক্ষা দফতরের একটি কমিটির বৈঠক ছিল । সেই বৈঠকেই যোগদান করেন তিনি ।

এদিন ঘনিষ্ঠ মহলে আলোচনায় তিনি জানিয়েছেন, সংবাদ মাধ্যমের তাঁর লুক আউট নোটিশ নিয়ে হইচই হলেও তিনি এ ধরনের কোনও নোটিশ হাতে পাননি । অথবা সিবিআই বা ইডির (ED) তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বা এই বিষয়ে কিছু আলোচনা করা হয়নি । তাঁর বক্তব্য তিনি একজন আইনের ছাত্র ৷ কাজেই লুক আউট নোটিশের বিষয়ে তিনি যা জানেন, এই নোটিশ জারির একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে । এই নোটিশ জারির আগে প্রথমত তাঁকে কোর্টে ডেকে পাঠাতে হয় । দ্বিতীয়ত, সমন জারি করতে হয় অর্থাৎ তাঁর বাড়ির সামনে গিয়ে এই সংক্রান্ত কোনও নোটিশ এক্ষেত্রে লাগিয়ে দিতে হত । এরপর যদি তিনি হাজিরা না দেন, সেক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হয় । এরপরও তিনি যদি আদালতে হাজিরা না দেন, সেক্ষেত্রে লুক আউট নোটিশ জারি হয় ।

তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের বক্তব্য, এতদিন পর্যন্ত যতবার সিবিআই বা ইডি তাঁকে ডেকে পাঠিয়েছে তিনি গিয়েছেন । অন্যদিকে আদালতেও যতবার তাঁকে হাজির হতে বলা হয়েছে, তিনি হাজিরা দিয়েছেন । তাঁর পারিবারিক সম্পত্তি থেকে শুরু করে সমস্ত কিছুর হিসেব আদালত তাঁকে জমা দিতে বলেছে, সে জিনিসও তিনি জমা দিয়েছেন । এরপর কেন লুক আউট নোটিশের কথা বলা হচ্ছে, তা বুঝতে পারছি না ।

প্রসঙ্গত, এদিন তাঁর বক্তব্য এবং তাঁর প্রকাশ্যে উপস্থিতি নতুন করে এই বিতর্ক উসকে দিয়েছে । এদিন এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারছেন । বিধানসভা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে পারছেন । অথচ সিবিআই বা ইডির কাছে হাজিরা দিয়ে বলতে পারছেন না যে আপনারা বলছেন আমি নিখোঁজ । কিন্তু এই তথ্য আদৌও সত্য নয় ।’’

তিনি আরও বলেন, ‘‘এই ধরনের বক্তব্যের কোনও গুরুত্ব নেই । তিনি যদি বাস্তবেই নিখোঁজ না হোন আদালত বা তদন্তকারী এজেন্সির কাছে তাঁর উপস্থিত হওয়া উচিত ।’’

আরও পড়ুন :লুকআউট নোটিশ জারি হতেই তৃণমূল বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য

ABOUT THE AUTHOR

...view details