কলকাতা, 30 অগস্ট : সিবিআই (CBI) রিপোর্টে নিখোঁজ । তাঁকে ফোনে না পেয়ে, বাড়িতে গিয়ে সন্ধান না পেয়ে অবশেষে লুকআউট নোটিশ (Look Out Notice) জারি করেছে সিবিআই । তবে এসবের মধ্যেই মঙ্গলবার রাজ্য বিধানসভার বৈঠকে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যথারীতি যোগ দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (TMC MLA Manik Bhattacharjee) । এবং এদিন বৈঠকে যোগ দিয়ে তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই তাঁকে ডেকেছে তিনি হাজিরা দিয়েছেন । যে ধরনের সহযোগিতা চেয়েছেন, তা তিনি করেছেন । কিন্তু তিনি বুঝতে পারছেন না এরপরেও কেন লুকআউট নোটিশ জারি করা হল ।
এদিন তিনি বিধানসভায় উপস্থিত হলেও সরাসরি সংবাদ মাধ্যমের সামনে আসতে চাননি । তৃণমূল (Trinamool Congress) বিধায়ক তাপস রায়ের ঘরে বসে দীর্ঘক্ষণ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন । এই মুহূর্তে তিনি বিধানসভার তিনটে কমিটির সদস্য । সব ক’টিই শিক্ষা সংক্রান্ত । আজ উচ্চশিক্ষা দফতরের একটি কমিটির বৈঠক ছিল । সেই বৈঠকেই যোগদান করেন তিনি ।
এদিন ঘনিষ্ঠ মহলে আলোচনায় তিনি জানিয়েছেন, সংবাদ মাধ্যমের তাঁর লুক আউট নোটিশ নিয়ে হইচই হলেও তিনি এ ধরনের কোনও নোটিশ হাতে পাননি । অথবা সিবিআই বা ইডির (ED) তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বা এই বিষয়ে কিছু আলোচনা করা হয়নি । তাঁর বক্তব্য তিনি একজন আইনের ছাত্র ৷ কাজেই লুক আউট নোটিশের বিষয়ে তিনি যা জানেন, এই নোটিশ জারির একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে । এই নোটিশ জারির আগে প্রথমত তাঁকে কোর্টে ডেকে পাঠাতে হয় । দ্বিতীয়ত, সমন জারি করতে হয় অর্থাৎ তাঁর বাড়ির সামনে গিয়ে এই সংক্রান্ত কোনও নোটিশ এক্ষেত্রে লাগিয়ে দিতে হত । এরপর যদি তিনি হাজিরা না দেন, সেক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হয় । এরপরও তিনি যদি আদালতে হাজিরা না দেন, সেক্ষেত্রে লুক আউট নোটিশ জারি হয় ।