পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দমদমে তৃণমূল নেতার রহস্যমৃত্যু - councilor

দমদমে স্থানীয় তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর রহস্য মৃত্যু । তিনি স্থানীয় কাউন্সিলর সুপ্রিয়া কুণ্ডুর স্বামী । মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ ।

নির্মল কুণ্ডু

By

Published : Jul 2, 2019, 1:20 PM IST

Updated : Jul 2, 2019, 1:32 PM IST

দমদম, 2 জুলাই : দমদমে স্থানীয় তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর রহস্য মৃত্যু । তিনি স্থানীয় কাউন্সিলর সুপ্রিয়া কুণ্ডুর স্বামী । মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ । ঘটনার তদন্তে নেমেছে দমদম থানা । যদিও পরিবারের দাবি, শারীরিক অসুস্থতার জেরে ও দলের বর্তমান পরিস্থিতি নিয়ে অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন নির্মলবাবু ।

দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কমলাপুর বাসিন্দা নির্মলপুরে মর্নিংওয়াকে গেছিলেন । সেখান থেকে ফিরে রোজকার মতো দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরেন । যদিও, ঘরে না ঢুকে গতকাল তিনি বাড়ির তলার দোকানে ঢুকেছিলেন । সেখানেই শাটার খুলে জামা কাপড় ছেড়ে বসতে তাঁকে বসতে দেখেছিলেন অনেকে । পরে সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । সেই সময় তাঁর পরনে ছিল হাফ প্যান্ট । দমদম থানার পুলিশ গতকাল দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

নির্মলবাবুর ছোটো ভাই পানু কুণ্ডু এবিষয়ে জানান, তাঁর দাদা কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন । একদিকে শারীরিক অসুস্থতা অন্যদিকে প্রবল রাজনৈতিক চাপ তাঁকে মানসিকভাবে অসুস্থ করে তুলছিল । নির্মলবাবু না কি তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, লোকসভা নির্বাচনে দলের ভরাডুবি এবং BJP-র উত্থান কিছুতেই তিনি মেনে নিতে পারছিলেন না । যাদের হাতে ধরে দলে গেছিলেন তাঁরাই BJP-তে যোগদান করায় প্রচন্ড মর্মাহত হয়েছিলেন । পানুবাবু বলেন, " রবিবার ভারত- ইংল্যান্ড ম্যাচ একসাথে দেখেছিলাম । সবকিছু স্বাভাবিকই ছিল । দেখে বুঝতেই পারিনি পরের দিন দাদা এই ধরনের কাণ্ড ঘটাবে ।"

যদিও, প্রাথমিক তদন্তের পর লোকসভা নির্বাচনে দলের ভরাডুবিতে মর্মাহত হয়ে আত্মঘাতী হওয়ার তত্ত্ব মানতে নারাজ দমদম থানার পুলিশ । তদন্তে পুলিশকে কয়েকটি প্রশ্ন ভাবাচ্ছে । যেমন- নির্মলবাবুর বাবা ননীগোপাল কুণ্ডু কংগ্রেস করতেন । তিনি দমদম পৌরসভার উপ-পৌরপ্রধান ছিলেন । রাজনৈতিক পরিবারে বড় হওয়ায় নির্মলবাবুর 1991 সালে কংগ্রেস ঘরানার রাজনীতিতে প্রবেশ । 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে প্রবেশ । তারপর দু'বার দমদম পৌরসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন । জিততে পারেননি । শেষবার তিনি নিজে প্রার্থী না হয়ে তাঁর স্ত্রী সুপ্রিয়া কুণ্ডুকে প্রার্থী করেন । সুপ্রিয়া কুণ্ডু জয়ী হন । ফলে দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার জয়-পরাজয় প্রত্যক্ষ করেছেন নির্মলবাবু । দলের ভরাডুবি তাঁর আত্মঘাতী হওয়ার কারণ এই তত্ত্ব সহজ ঠেকছে না তদন্তকারী পুলিশ আধিকারিকদের কাছে । এর পেছনে আদতে কোন সমীকরণ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ।

Last Updated : Jul 2, 2019, 1:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details