পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যপাল নিরপেক্ষ নন, সরাসরি আক্রমণ পার্থর - bengal governor

পার্থর মত, ‘‘সাংবিধানিক এক্তিয়ারের অপব্যবহার এবং প্রাত্যহিক রাজনৈতিক গিমিক রাজ্যপালের এড়িয়ে চলা উচিত । কারণ তৃণমূল সরকার মানুষের সরকার তাই এই সরকার জানে কোনটা ঠিক, আর কোনটা নয় ৷’

রাজ্যপাল নিরপেক্ষ নন, সরাসরি আক্রমণ পার্থর

By

Published : Sep 25, 2019, 1:23 AM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : পদে আসীন হওয়ার 15 দিনের মধ্যেই রাজ্যপাল বুঝিয়ে দিলেন তিনি নিরপেক্ষ নন ৷ এভাবে রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরাসরি আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ পার্থ বাবু বললেন, রাজনৈতিকভাবে একপেশে মন্তব্য করছেন রাজ্যপাল ৷ সরকারি অফিসার ও সরকারি বিভাগের বিরুদ্ধে একপেশে কথা বলছেন জগদীপ ধনকড় ৷

পার্থ বাবু বললেন, সংবিধান অনুযায়ী, রাজ্য সরকার মানুষের দ্বারা নির্বাচিত ৷ কেন্দ্রও ৷ কিন্তু রাজ্যপালের পদ মনোনীত একটি পদ, নির্বাচিত পদ নয় ৷ সংবিধানে রাজ্য সরকারের ভূমিকা এবং রাজ্যপালের ভূমিকা খুব স্পষ্ট করেই চিহ্নিত করা রয়েছে বলেও একটি বিবৃতিতে উল্লেখ করেছেন পার্থ বাবু ৷

পার্থ বাবুর মত, পশ্চিমবঙ্গ একটা অসাধারণ রাজ্য ৷ অনেক দর্শনীয় স্থানও রয়েছে ৷ রাজ্যপাল চাইলে সেখানে ঘুরে আসতে পারেন রাজ্যের অতিথি হিসেবে৷ এটাই কাম্য ৷

পার্থ বাবুর বিবৃতিতে উল্লেখ রয়েছে, 'সাংবিধানিক পদে থেকে সরকার এবং সরকারি কর্তাদের কাজে নাক গলানো এবং অপ্রয়োজনে অতিসক্রিয় হয়ে ওঠা অভিপ্রেত নয়৷'
পার্থর মত, ‘‘সাংবিধানিক এক্তিয়ারের অপব্যবহার এবং প্রাত্যহিক রাজনৈতিক গিমিক রাজ্যপালের এড়িয়ে চলা উচিত । কারণ তৃণমূল সরকার মানুষের সরকার তাই এই সরকার জানে কোনটা ঠিক, আর কোনটা নয় ৷’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে ছাত্রদের সমবেত প্রতিবাদের সামনে পড়তে হয় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে৷ পরিস্থিতি এতটাই কঠিন হয়েছিল যে ছাত্রদের প্রতিবাদের মুখ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সরিয়ে আনতে ঘটনাস্থানে যান স্বয়ং রাজ্যপাল ধনকড় ৷ এই সূত্র ধরেই রাজ্যের সঙ্গে সংঘাত তৈরি হয়েছে রাজ্যপালের ৷

ABOUT THE AUTHOR

...view details