কলকাতা, 19 অগস্ট : জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission ) সুপারিশ মেনেই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বৃহস্পতিবার ভোট-পরিবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল । এই রায়ে উল্লসিত বিজেপি শিবির । অপরদিকে, কোর্টের এই রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে বেশ সাবধানী শোনাল তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে ।
বিজেপির মহিলা নেত্রী এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ইটিভি ভারতকে জানান, এই রায়ের ফলে পশ্চিমবঙ্গের মানুষের বিচার ব্যবস্থার উপর আবার ভরসা ফিরে আসবে । প্রিয়াঙ্কা বলেন, "সত্যমেব জয়তে । জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ মেনেই হাইকোর্ট আজ সিবিআই এবং সিট (SIT) দ্বারা তদন্তের নির্দেশ দিয়েছে । এই রায় থেকে পরিষ্কার যে রাজ্য সরকার এবং রাজ্যের শাসকদলের বিরুদ্ধ আমাদের তোলা সবক'টি অভিযোগ সত্যি । আমরা আসা রাখি যে পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে ভোট-পরিবর্তী হিংসার শিকার যাঁরা, তাঁরা সপরিবারে এবার সুবিচার পাবেন ৷"
এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ইটিভি ভারতকে জানান, হাইকোর্টের এই রায় ঐতিহাসিক । তিনি বলেন, "এই রায় বিজেপি কর্মীদের জয় হল । জেলায় জেলায় হাজার হাজার বিজেপি কর্মী এখনও ঘরছাড়া । বাড়িঘর সব ভাঙচুর করা হয়েছে । তাই তাঁদের ক্ষতিপূরণের জন্য যে রায় হাইকোর্ট দিয়েছে, তাতে হাজার হাজার বিজেপি কর্মী লড়াই করার সাহস পেলেন ৷"