কলকাতা, 3 ডিসেম্বর : ফের তৃণমূল কংগ্রেসের নিশানায় কংগ্রেস ৷ আবারও বাংলার শাসকদল তাদের মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয়তে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করল রাহুল-সোনিয়াদের দলকে (tmc hits out congress through their mouthpiece jagobangla) ৷ সরাসরি জানিয়ে দিল, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেস এখন ‘ডিপফ্রিজে’ চলে গিয়েছে ৷
2024 সালের লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election 2024) সামনে রেখে বিজেপি বিরোধী দলগুলি একজোট হওয়ার চেষ্টা করছে গত কয়েকমাস ধরে ৷ অনেক বিশেষজ্ঞের দাবি, জাতীয় পরিসরে কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট সম্ভব নয় ৷ তার পরও কেন তৃণমূল কংগ্রেসের এই আক্রমণ, সেই প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই ৷
রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য তৃণমূলের অভিযোগকে একেবারে উড়িয়ে দিতে পারছেন না ৷ তাঁরা বলছেন, গত এক দশকে বিজেপিকে দুরমুশ করে জয়ের যে ক’টা নজির আছে, সেখানে কংগ্রেসের অবস্থান একেবারে নিচের দিকে ৷ সাম্প্রতিক কালে ছত্তিশগড় ছাড়া আর বিজেপিকে উড়িয়ে দিয়ে জয় কোথাও কংগ্রেসের পক্ষে সম্ভব হয়নি ৷ আর লোকসভার নিরিখে কংগ্রেসের পারফরম্যান্স একেবারে তলানিতে ৷ তৃণমূলও একই অভিযোগকে সামনে রেখে কংগ্রেসকে আক্রমণ করছে ৷
পাশাপাশি কেন কংগ্রেস ‘ডিপফ্রিজে’ চলে গিয়েছে, সেই ব্যাখ্যাও এদিন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ লেখা হয়েছে, ‘‘...সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক, জনবিরোধী, শ্রমিকবিরোধী, কৃষকবিরোধী শক্তি বিজেপিকে হারানোর জন্য বিকল্প জোটের আশু প্রয়োজন ৷ সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে কংগ্রেস যেন পার্টিকে ডিপফ্রিজে বন্দি করে রেখেছে ৷ সামান্য লোক দেখানো আন্দোলন ছাড়া নেতারা কার্যত ঘরবন্দি টুইট সর্বস্ব ৷’’