কলকাতা, 10 মে : বিধানসভায় শাসক দলের মুখ্যসচেতক হলেন নির্মল ঘোষ ৷ উপ মুখ্যসচেতক হলেন তাপস রায় ৷ সোমবার রাজ্য সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকেই বিধানসভায় শাসক দলের মুখ্যসচেতক, উপ মুখ্যসচেতকের পাশাপাশি বিধানসভার ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করলেন ।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, "বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায় । বিধানসভার চিফ হুইপ (মুখ্যসচেতক) করা হচ্ছে নির্মল ঘোষকে ও ডেপুটি চিফ হুইপ (উপ মুখ্যসচেতক) হচ্ছেন তাপস রায় । স্পিকার অনুমতি দিলে এবং পরিষদীয় আইনের সুযোগ থাকলে বর্ষীয়ান নেতা আবদুল করিম চৌধুরীকে অতিরিক্ত ডেপুটি স্পিকার করা হতে পারে । এছাড়াও পার্থ ভৌমিক ও অসীমা পাত্র দুজনকে পরিষদীয় দলের সচিব ও উপসচিব করা হচ্ছে ।"