কলকাতা, 16 এপ্রিল : বালিগঞ্জ আসনটি দখলে রাখল তৃণমূল ৷ শাসকদলের প্রার্থী বাবুল সুপ্রিয় প্রায় 20 হাজার ভোটে হারালেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সায়রা শাহ হালিমকে (TMC candidate Babul Supriyo wins in Ballygunge Assembly Constituency) ৷ তবে এই কেন্দ্রে মাত্র একবছর আগে বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের ব্যবধান অনেকটাই কমল ।
এবারের উপনির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিজেপিকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে বামেদের দ্বিতীয় স্থানে উঠে আসা ৷ শুধু তাই নয়, বালিগঞ্জ বিধানসভায় দু'টি সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডে (64, 65) বাবুলকে পিছনে ফেলে লিড নিয়েছেন সায়রা ৷ এর মধ্যে একটি আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাসস্থান ৷ 2011 সালে ক্ষমতা হারানো ইস্তক রাজ্যে বামেদের ক্রমাগত রক্তক্ষরণ হয়ে চলছিল ৷ 2019 লোকসভায় বামের ভোট রামে চলে যাওয়ায় বিজেপির আসন সংখ্যা 18-তে পৌঁছয় বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ মাত্র এক বছর আগে বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারেনি লাল ঝান্ডাধারীরা ৷ এই পরিস্থিতিতে বালিগঞ্জ উপনির্বাচনের এই ফলাফল বামেদের নিশ্চিতভাবেই অক্সিজেন জোগাবে ৷ বাম-কংগ্রেসের জোট হলে বালিগঞ্জে লড়াইটা আরও জোরদার হত বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷