বিধাননগর, ১৫ মার্চ: বাগুইআটিতে গাড়ি আটকে মাছ ব্যবসায়ীদের মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি বাগুইহাটি পৌরসভার কাছে। তিনজনের মধ্যে দু'জনকে গ্রেপ্তার করেছে বাগুইহাটি থানার পুলিশ। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
আজ সকালে রাজারহাট পৌরসভার সামনে মাছ ব্যবসায়ীদের একটি গাড়ি আটকায় তিন সিভিক ভলান্টিয়ার। ব্যবসায়ীদের অভিযোগ, প্রথমে গাড়ি দাঁড় করিয়ে বাগুইহাটি পর্যন্ত ছেড়ে দিতে বলে ওই তিন সিভিক ভলান্টিয়ার। মাছ ব্যবসায়ীরা তাদের দাবি না মানায় টাকা চাওয়া হয়। ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকার করলে তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এক মাছ ব্যবসায়ী সুকুমার রাজবংশীকে বেধড়ক মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, ব্যবসায়ীদের একজনের ব্যাগে নগদ ৩০ হাজার টাকা ছিল। সেখান থেকে ২০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় একজন। বাগুইহাটি থানায় ৩ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বাগুইহাটি থানার পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে।
মাছ ব্যবসায়ীদের মারধর ও টাকা ছিনতাই, গ্রেপ্তার ২ সিভিক ভলান্টিয়ার
বাগুইআটিতে গাড়ি আটকে মাছ ব্যবসায়ীদের মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। তিনজনের মধ্যে দু'জনকে গ্রেপ্তার করেছে বাগুইহাটি থানার পুলিশ। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
আক্রান্ত মাছ ব্যবসায়ী
সুকুমার রাজবংশী বলেন, "আমায় মারতে মারতে বাগুইহাটি থেকে তেঘরিয়া পর্যন্ত নিয়ে গেছিল। মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে ওই দুই সিভিক ভলান্টিয়ার। আমি চাই অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক।"