পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

প্রশিক্ষণপ্রাপ্ত ও বেশি নম্বর থাকা সত্ত্বেও ডাক পাননি, হাইকোর্টে চাকরিপ্রার্থীরা

আপার প্রাইমারির সেকেন্ড ফেজ় ভেরিফিকেশনে পিয়োর সায়েন্স ও ভূগোলের বেশকিছু চাকরিপ্রার্থী ডাক পাননি। আজ সেই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁরা।

ফাইল ফোটো

By

Published : Mar 13, 2019, 11:39 PM IST

কলকাতা, ১৩ মার্চ : আপার প্রাইমারির সেকেন্ড ফেজ় ভেরিফিকেশনে পিয়োর সায়েন্স ও ভূগোলের বেশকিছু চাকরিপ্রার্থী ডাক পাননি। আজ সেই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁরা। TET ২০১৫-র আপার প্রাইমারির সেকেন্ড ফেজ় ভেরিফিকেশনে ইন্টিমেশন লেটার পাননি তাঁরা। আজ বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে।

ঝরনা গায়েন, ভোলানাথ সর্দার, শুভাশিস সর্দাররা প্রত্যেকেই ভূগোলের চাকরিপ্রার্থী। এবং সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত। প্রত্যেকের নম্বর বেশি থাকা সত্ত্বেও ডাক পাননি বলে অভিযোগ উঠেছে। কিন্তু কম নম্বর থাকা সত্ত্বেও অনেকেই ডাক পেয়েছেন। তাঁদের পাশাপাশি বেলা সরকার ও আরও কয়েকজন পিয়োর সায়েন্সের চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, প্রশিক্ষণপ্রাপ্ত ও নম্বর বেশি থাকা সত্ত্বেও ডাক পাননি তাঁরা।

এবিষয়ে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "বিষয়গুলির সাথে আরও একটি বিষয় হল মেয়েদের সুযোগ বেশি পাওয়ার কথা। কারণ মেয়েরা গার্লস স্কুল ও কো-এড স্কুল দুটোতেই ডাক পান। এখানে দেখা যাচ্ছে অনেক ছেলেরা ডাক পেয়েছে। অথচ আমার মক্কেলদের (মহিলা) প্রশিক্ষণ রয়েছে। নম্বর বেশি রয়েছে। তবুও তাঁদের ডাকা হয়নি। এটা অন্যায়।"

ABOUT THE AUTHOR

...view details