কলকাতা, 12 অগস্ট : এবার স্বরাষ্ট্র মন্ত্রকের পদক পাচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তিন আধিকারিক । ওই তিনজনের মধ্যে দু’জন ব্যাঙ্ক জালিয়াতি দমন বিভাগে কাজ করেন ৷ আর তৃতীয়জন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগে কর্মরত ৷ ব্যাঙ্ক জালিয়াতি দমন বিভাগে যাঁরা রয়েছেন, তাঁদের নাম হল সুমন সাধুখাঁ ও জীতেন্দ্র প্রসাদ ৷ আর কৌশিকব্রত মজুমদার কাজ করেন হোমিসাইড বিভাগে ৷
আরও পড়ুন :Cyber Crime : সোশ্যাল মিডিয়ায় যুবতির বিকৃত ছবি পোস্ট, গ্রেফতার ব্যবসায়ী
2021 সালে কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় বেশ কিছু রহস্যমৃত্যুর ঘটনা ঘটে ৷ তদন্তে নেমে সাফল্যের সঙ্গে সেই রহস্য উন্মোচন করেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । তা সে তিলজলা হোক বা যাদবপুর ৷ গল্ফগ্রীন এলাকায় ঘটে যাওয়া একটি খুনের ঘটনায় 24 থেকে 48 ঘণ্টার মধ্যে আততায়ীদের গ্রেফতার করে সাফল্যের নজির গড়েছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের আধিকারিক কৌশিকব্রত মজুমদার । সেই সাফল্যেরই স্বীকৃতি পেতে চলেছেন তিনি ৷
পাশাপাশি কলকাতায় ব্যাঙ্ক জালিয়াতি থেকে শুরু করে এটিএম জালিয়াতি ঘটনায় বাইরের রাজ্য থেকে একটি বিশেষ গ্যাংকে গ্রেফতার করে নজির গড়েন ব্যাঙ্ক জালিয়াতি দমন বিভাগের দুই আধিকারিক সুমন সাধুখাঁ ও জীতেন্দ্র প্রসাদ । তাঁরা তাঁদের সেই সাফল্যের স্বীকৃতি পেতে চলেছেন ৷ কলকাতা পুলিশ সূত্রে খবর, স্বাধীনতা দিবসে তাঁদের সেই পদক দেওয়া হবে ৷
আরও পড়ুন :Illegal call centers : শহরে বাড়ছে অবৈধ কলসেন্টার, জালিয়াতদের ফাঁদে বেকার যুবক-যুবতীরা
জানা গিয়েছে যে এবার সারা দেশে 152 জন এই পদক পেতে চলেছেন ৷ এঁদের মধ্যে 28 জন মহিলা পুলিশ আধিকারিক রয়েছেন ৷ পশ্চিমবঙ্গ থেকে চারজন এবার পদক পাচ্ছেন ৷ চতুর্থজনের নাম সুদীপকুমার দাস ৷ তিনি পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত বলে জানা গিয়েছে ৷ 2018 সালে এই পুরস্কার চালু করা হয় ৷ পুরো নাম, ইউনিয়ন হোম মিনিস্টার’স মেডেল ফর এক্সেলেন্স ইন ইনভেস্টিগেশন ৷ মূলত, তদন্তে ভাল কাজ করার স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হয় ৷
আরও পড়ুন :Jamtara Gang : বদলাচ্ছে অপরাধের ধরন, ক্রমেই পুলিশের মাথাব্যথা হয়ে উঠছে জামতাড়া গ্যাং