পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হাসপাতালে অব্যবস্থা, নাবালকের ক্যানসার চিকিৎসা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি

SSKM-এ ক্যানসার আক্রান্ত 6 বছরের নাবালক চিকিৎসা পাচ্ছে না ৷ এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল এক সেচ্ছাসেবী সংগঠন ।

ছবি
ছবি

By

Published : Jul 17, 2020, 5:07 PM IST

কলকাতা, 17 জুলাই : SSKM হাসপাতলে ক্যান্সার আক্রান্ত শিশু চিকিৎসা পাচ্ছে না ৷ এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল এক সেচ্ছাসেবী সংগঠন । এই বিষয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল তারা ।

শিশুটির বাবা গোষ্ঠ বিহারী বৈদ্য পেশায় একজন গাড়ি চালক । ব্রেন ক্যান্সারে আক্রান্ত তাঁর ৬ বছরের ছোট্ট মেয়ে শ্রাবণী ৷ তার চিকিৎসার জন্য SSKM হাসপাতালে তিনি ঘুরছেন । কিন্তু বিভিন্ন টাল বাহানায় তাঁরা চিকিৎসা করাতে পারছে না বলে অভিযোগ । ইতিমধ্যেই SSKM হাসপাতালে দু'বার ব্রেন অপারেশন হয়েছে শ্রাবণীর । দ্বিতীয়বার অস্ত্রপচারের পরে 2টি পায়ের চলার ক্ষমতা হারিয়েছে সে । এই অবস্থার মধ্যেই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ।

হাসপাতালে থাকাকালীন রোগীর অভিভাবককে বলা হয় বাইরে থেকে রক্ত পরীক্ষা করে আনলে তবেই কেমোথেরাপি দেওয়া হবে । সেই মতো বাইরে থেকে রক্ত পরীক্ষা করান তাঁরা । এরপর বলা হয় বাইরে থেকে রক্ত জোগাড় করে আনতে ৷ হাসপাতাল থেকে শিশুটিকে রক্ত দিতেও অস্বীকার করা হয় বলে অভিযোগ ৷ শিশুটির বাবা-মা হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করে বলেন, " আমরা রক্ত জোগাড় করে দিচ্ছি, আপনারা ওকে রক্ত দেওয়ার ব্যবস্থা করুন । বর্তমান পরিস্থিতিতে বাইরে থেকে রক্ত দেওয়া সম্ভব হচ্ছে না‌ ‌‌। আপনারা মৃত্যু পথযাত্রী শিশুটির চিকিৎসা ব্যবস্থা করুন‌‌‌‌ । না হলে বিনা চিকিৎসায় মারা যাবে ।"

এরপরও ছোট্ট শ্রাবণীর বাবা-মায়ের এই কাতর আবেদনে SSKM সাড়া দেয়নি বলে অভিযোগ । এরপর এই অমানবিকতার বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেয় জনস্বাস্থ্য স্বাধিকার মঞ্চ ও PID সাহস ( অন্তর্লীনা চাইল্ড কেয়ার) নামে সংগঠন । এই সংগঠনের পক্ষ থেকে ডাক্তার দেবপ্রিয় মল্লিক মুখ্যমন্ত্রীকে লেখেন, "ব্রেন ক্যানসারে আক্রান্ত শ্রাবণীকে কোনও চিকিৎসক বা হাসপাতাল এইভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর পথ দেখাতে পারে না । এটা বেআইনি ও অনৈতিক ।" এই বিষয়ে আদালতের দেওয়া এক ঐতিহাসিক রায়ের উদাহরণও উল্লেখ করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details