পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

5 বছরের পুরোনো গাড়িগুলিকে বাণিজ্যিক গাড়িতে পরিবর্তনের আর্জি পুলকার সংগঠনের - পরিবহন দপ্তর

বৃহস্পতিবার পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করল পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । এই বৈঠকে পাঁচ বছরের পুরোনো সাদা নম্বর প্লেটের গাড়িগুলিকে হলুদ নম্বর প্লেট দিয়ে বাণিজ্যিক গাড়িতে রূপান্তরিত করার আর্জি জানিয়েছে তারা ।

Pulkar Organization to avoid the accident
দুর্ঘটনা এড়াতে পুলকার সংগঠনের সঙ্গে বৈঠক

By

Published : Feb 28, 2020, 12:30 PM IST

Updated : Feb 28, 2020, 2:56 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি : পাঁচ বছরের পুরোনো সাদা নম্বর প্লেটের গাড়িগুলিকে হলুদ নম্বর প্লেট দিয়ে বাণিজ্যিক গাড়িতে পরিণত করার আর্জি জানাল পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন । বৃহস্পতিবার পরিবহন দপ্তরের কাছে এই আর্জি জানায় তারা । হলুদ নম্বর প্লেটের গাড়িগুলিকে অল বেঙ্গল পারমিট দেওয়ারও আর্জি জানায় তারা ।

পোলবা ও কলকাতা স্টেশনের কাছে পুলকার দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে রাজ্যের পুলকার সংগঠনগুলি । এর পর রাজ্য পরিবহন দপ্তর সাফ জানিয়ে দেয় যে, প্রাইভেট বা ব্যক্তিগত নম্বরের গাড়ি পুলকার হিসেবে পথে নামানো যাবে না । পুলকার সংগঠনগুলিও মনে করে যে কোনও রকম দুর্ঘটনা এড়াতে গেলে পুলকার সংগঠনগুলি, পুলিশ-প্রশাসন, পরিবহন দপ্তর ও মোটর ভেহিকলস বিভাগকে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে । পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ দত্ত বলেন যে, "আমরা সরকারের কাছে দীর্ঘদিন ধরে আর্জি জানিয়েছি যে এই ধরনের অনিয়ম রুখতে সাদা নম্বর প্লেটের গাড়িগুলিকে হলুদ নম্বর প্লেট দিয়ে বাণিজ্যিক গাড়িতে পরিবর্তিত করা হোক।"

পরিবহন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করল পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

তিনি আরও বলেন যে, "আমরা আজ এও দাবি করেছি যে যেসব বাণিজ্যিক গাড়িগুলির পাঁচ বছর হয়েছে সেগুলিকে তিন জেলার পারমিটের বদলে অল বেঙ্গল পারমিট দেওয়া হোক।" নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহন দপ্তরের এক আধিকারিক বলেন যে, "প্রাইভেট গাড়িগুলিকে বাণিজ্যিক গাড়িকে রূপান্তরিত করার বেশ কিছু নিয়ম থাকে । তবে পুলকার ঘিরে যে দুর্ঘটনা ঘটে গেল তারপর আমরা অবশ্যই এই বিষয়টিকে ভেবে দেখব।"

Last Updated : Feb 28, 2020, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details