কলকাতা, 17 মে : প্রতি বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে সিট বাড়ানোর আবেদন আসে অধীনস্ত কলেজগুলোর কাছ থেকে । তবে এই বছরের ছবিটা আলাদা । সিট বাড়ানো নয়, বরং কমানোর দাবি এল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে । একথা জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, জেনেরাল ও অনার্স দুই ক্ষেত্রেই সিট বাড়ানোর পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে বিশ্ববিদ্যালয় । কলেজগুলো যতই সিট বাড়ানোর আবেদন করুক না কেন অনার্সের ক্ষেত্রে 10 শতাংশ ও জেনেরালের ক্ষেত্রে 15 শতাংশ সিটই বাড়ানো হবে । তার থেকে বেশি সিট বাড়ানোর বিষয়ে বিবেচনা করা হবে না। মূলত, ভরতি নিয়ে দুর্নীতির ঘটনা এড়াতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "অনার্সে UG-র কতগুলো সিট হবে, সেই বিষয়ে আজকের সিন্ডিকেটে সিদ্ধান্ত নিয়েছি, পাশ বা জেনেরালেও আমরা কলেজগুলোকে বলব নির্দিষ্ট সংখ্যক সিটের কথা বলে দিতে। কারণ, আমাদের মনে হয়েছে, যে সংখ্যক সিট কলেজগুলোতে আছে বা তারা বাড়িয়ে করেছে সেই সংখ্যক সিটের কোনও ডিমান্ড নেই । ডিমান্ড নেই বলেই আসলে ভরতিটা হয় না। সাবজেক্ট ওয়াইজ ডিমান্ডই নেই, সাপ্লাইটা বেশি হয়ে গেছে । ভরতিটা হবে কী করে ।" অনেকগুলো কলেজ, বিশ্ববিদ্যালয়ের কাছে সিট কমিয়ে দেওয়ার আবেদন করেছে বলে জানান সোনালী । তিনি বলেন, "অনেকগুলো কলেজ আমাদের কাছে আবেদন করেছে যে তাদের সিটের সংখ্যা কমিয়ে দেওয়া হোক। এর বিশ্লেষণ করতে গিয়ে যে সিদ্ধান্তে এসেছি, আজকে NIRF ক্রমতালিকায় কলেজগুলোও অংশগ্রহণ করছে এবং সেখানে স্যাংশনড সিট এবং আপনার কত ছাত্র-ছাত্রী আছে এটা দেখানো হয়েছে । ধরা যাক কোনও কলেজ একটা বিশাল সংখ্যক সিট স্যাংশন করে রাখল, ভরতি হল না সেই সংখ্যক ছাত্রছাত্রী । তাহলে কলেজের উপরেই দোষারোপ হবে ।" এই কারণে প্রতিটি কলেজের সিট বাড়ানোর সংখ্যা বেঁধে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
উপাচার্য আরও বলেন, "আমরা বলেছি কোনও কলেজ জেনেরাল কোর্সে 15 শতাংশের বেশি সিট বাড়াতে পারবে না এবং অনার্সের 10 শতাংশের বেশি বড়ানো হবে না । আমরা দেখতে পাচ্ছি কলেজগুলো সারেন্ডার করছে যে আমরা সিট কমাতে চাই । সিট বাড়ানোর ক্ষেত্রেও কড়া কলকাতা বিশ্ববিদ্যালয় । উপাচার্য বলেন, "যে কলেজগুলো সিট বাড়ানোর জন্য আবেদন করেছিল সেগুলো আমরা কড়াভাবে দেখছি। একটা কোনও কলেজ অ্যারাবিকে 44 থেকে 75 করেছে। অনার্সে আমরা 10 শতাংশ বাড়াব । তাহলে 44-এ 10 শতাংশ হয় 48। যারা কমাতে চেয়েছে সেটা কনসিডার করেছি।"
কতগুলো কলেজ সিট কমানোর আবেদন করেছে জানতে চাইলে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, প্রায় দশটা কলেজ সিট কমানোর আবেদন করেছে । তার মধ্যে যেমন বড় কলেজের নাম রয়েছে, তেমনি কলকাতার ছোটো কলেজেরও নাম রয়েছে।