কলকাতা, ১৮ মার্চ : আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। ঝড়-বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে ঘূর্ণাবর্তের প্রভাব কাটলেই রাজ্যের তাপমাত্রা বাড়বে বলেও জানা গেছে।
আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা - rainy weather
আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
ঘূর্ণাবর্তটি আজও ছত্তিশগড়ের বিদর্ভ এলাকায় অবস্থান করছে। এবং সেটি ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। তাই, রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে তুলনামূলক কম বৃষ্টি হবে বলে জানা গেছে। এছাড়াও, বিভিন্ন জেলায় বায়ুর গতি ৫০ কিলোমিটারেরও বেশি থাকবে বলে সর্তকতা জারি হয়েছে।
ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় যে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল তাও সাময়িকভাবে কেটেছে। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৫.১ মিলিমিটার।