পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে শুরু ভলান্টিয়ার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, অখুশি শিক্ষক পদপ্রার্থীরা - ভলান্টিয়ার শিক্ষক

পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় শিশু শ্রমিক কল্যাণ সমিতি পরিচালিত NCLP স্কুলগুলিতে জানুয়ারি মাসে ভলান্টিয়ার শিক্ষক নিয়োগ করা হবে ৷

recruitment
ভলেন্টিয়ার শিক্ষক

By

Published : Jan 31, 2020, 10:49 AM IST

Updated : Jan 31, 2020, 11:37 AM IST

কলকাতা, 31 জানুয়ারি : রাজ্যে শুরু হয়েছে ভলেন্টিয়ার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া । জানুয়ারি মাসেই পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে ভলান্টিয়ার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে । বিজ্ঞপ্তি অনুযায়ী মাসে সাত হাজার টাকা ভাতায় 10 জন ভলান্টিয়ার শিক্ষক নেওয়া হবে এক বছরের চুক্তির ভিত্তিতে । শিশু শ্রমিক কল্যাণ সমিতি (NCLP) পরিচালিত NCLP স্কুলগুলিতে নিয়োগ করা হবে এই ভলান্টিয়ার শিক্ষকদের । যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্যে শিক্ষক পদে প্রার্থীদের মধ্যে । কারও মতে, মুখ্যমন্ত্রীর ইন্টার্ন শিক্ষক নিয়োগের ঘোষণা বাস্তবায়িত করার প্রথম ধাপ এটি । আবার কারও মতে, শিক্ষা ব্যবস্থার কফিনে শেষ পেরেক পোঁতা হল।

পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় শিশু শ্রমিক কল্যাণ সমিতি পরিচালিত NCLP স্কুলগুলির জন্য বিভিন্ন পদে ভারতীয় নাগরিকদের আবেদন করতে বলা হচ্ছে । এই পদগুলি পুরোপুরি চুক্তিভিত্তিক ও প্রাথমিক পর্যায়ে এক বছরের জন্য নিয়োগ করা হবে । সন্তুষ্টজনক পারফরমেন্সের বিচারে এই চুক্তি পরে বাড়ানো হতে পারে । লিখিত পরীক্ষা তারপর কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে । মোট দুটি পদের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে । তার মধ্যে প্রথমটি হল ভলান্টিয়ার শিক্ষক । শূন্যপদ মোট 10টি । ভলান্টিয়ার শিক্ষক পদের আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে তাও বলে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে । স্নাতকে 50 শতাংশ নম্বর থাকতে হবে, বয়স 21 থেকে 40 বছর হতে হবে, NCLP স্কুলটি যে ব্লক মিউনিসিপ্যালিটি এলাকায় অবস্থিত সেখানকার বাসিন্দা হতে হবে আবেদনকারীকে । প্রতি মাসে সাত হাজার টাকা করে ভাতা দেওয়া হবে । এ ছাড়া, পাঁচ হাজার টাকা ভাতায় 30 জন ভলান্টিয়ার ক্লার্ক কাম রেকর্ড কিপার নেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।

ভলান্টিয়ার শিক্ষক নিয়োগ নিয়ে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "লাখ লাখ B.Ed পাশ করা যোগ্য চাকরিপ্রার্থীদের শেষ করে দেওয়ার এটা একটা চক্রান্ত । শিক্ষা ব্যবস্থার কফিনে শেষ পেরেকটা পোঁতা হল এই বিজ্ঞপ্তি জারির মাধ্যমে । এইভাবে অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করে অল্প বেতনে বেকার ছেলেদের কাজ করিয়ে নেওয়া এটা চক্রান্ত, যাতে আর নতুন নিয়োগ না করতে হয় । এইভাবে শূন্যপদ কমে যাচ্ছে এবং যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছে ।"

আপার প্রাইমারি চাকরিপ্রার্থী কিশোর সরকার বলেন, "শিক্ষক নিয়োগের জন্য NCTE-র যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াকে মেনটেন করা হয়নি । B.Ed আবশ্যিক, সেটা ওখানে দেওয়া হয়নি। এই ভায়োলেশনটা তো আছেই । দ্বিতীয়ত, যেভাবে কন্টাক্টচুয়াল শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেটা ছাত্র শিক্ষক সমাজের পক্ষে হিতকর নয় । এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই খারাপ এবং আমরা মনে করছি যে, মুখ্যমন্ত্রীর ইন্টার্ন শিক্ষক নিয়োগের যে রূপরেখা তৈরি হয়েছিল সেটাই হয়তো নতুন আকারে তাঁরা প্রবর্তিত করতে চাইছে । প্রথমে NCLP স্কুলগুলিতে চালু করতে চাইছে, পরে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে চুক্তিভিত্তিক বা সাধারণ ভাষায় সিভিক শিক্ষক নিয়োগ করবে ।"

Last Updated : Jan 31, 2020, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details