কলকাতা, 27 ডিসেম্বের : দ্য টেকনিশিয়ান স্টুডিয়ো প্রাইভেট লিমিটেড অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯ বিধানসভায় পাশ হয়েছে চলতি বছরের ৯জুলাই। গতকাল ওই বিলে অনুমোদন দেন রাজ্যপাল। অনুমোদন দেওয়ার পরে রাজ্যপাল কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভাকে। ভবিষ্যতে কোনও নতুন বিল বিধানসভায় পাশ করার আগে আইনানুগ হওয়া প্রয়োজন। রাজ্যপালের কাছে পাঠানোর আগে নিয়ম রীতিনীতি মেনে পাঠাতে হবে। না হলে রাজ্যপাল যথোপযুক্ত ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অতীতে যে বিলগুলি পাশ হয়েছে বিধানসভায় তা যথাযথ নিয়ম মেনে হয়নি বলে বার্তা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের বিরোধী পক্ষের কথা সংযুক্ত থাকে না বিলগুলিতে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে বিল স্ক্রুটিনি করানো হয়। বিরোধীদলের কোনওরকম সংশোধনী বিলটিতে গৃহীত না হওয়ায় শঙ্কিত রাজ্যপাল। অতীতের বেশ কয়েকটি বিলের উদাহরণ দিয়ে তিনি জানান, বিল প্রণয়নের ক্ষেত্রে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্যের মানুষের জন্য বিল আইনে প্রণয়ন করেন সরকার। অথচ রাজ্যের সব মানুষের কথা মনে না রেখেই বিল আইনে পরিণত করছে বর্তমান শাসকদল। ভবিষ্যতে এমন ধরনের বিল রাজ্যপালের অনুমোদনের জন্যে পাঠালে সেখানে রাজ্যপাল স্বাক্ষর করবেন না বলে বার্তা দিয়েছেন। সেই সঙ্গে ভবিষ্যতে বিল প্রণয়নের ক্ষেত্রে বিধানসভাকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।