পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পোলবার দুর্ঘটনায় গাফিলতি থাকলে আইনি ব্যবস্থা নেবে শিশু সুরক্ষা কমিশন - পোলবার দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেবে শিশু সুরক্ষা কমিশন

পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত শিশুদের দেখতে আজ SSKM হাসপাতালে আসেন রাজ‍্যের শিশু সুরক্ষা কমিশনের দুই সদস্য । তাঁরা জানান, কোনও গাফিলতি থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।

The Child Protection Commission
আইনি ব্যবস্থা নেবে শিশু সুরক্ষা কমিশন

By

Published : Feb 14, 2020, 6:44 PM IST

Updated : Feb 14, 2020, 7:14 PM IST

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি : পোলবায় পুলকার দুর্ঘটনায় গাফিলতি থাকলে আইনি ব্যবস্থা নেবে রাজ‍্যের শিশু সুরক্ষা কমিশন। শিশু সুরক্ষা কমিশনের তরফে দুই প্রতিনিধি আজ SSKM হাসপাতালের ট্রমা সেন্টারে আসেন । তাঁরা দুর্ঘটনাগ্রস্ত শিশুদের সম্পর্কে খোঁজ নেন।

শিশু সুরক্ষা কমিশন

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁরা জানান, ঘটনা কী হয়েছে সেটা জানতেই তাঁরা এখানে আসেন । বলেন, "গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ, হাসপাতাল, স্কুল কর্তৃপক্ষ সব পক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনও গাফিলতি থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম দুই শিশুকে নিয়ে আসা হয়েছে SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। আহতদের নাম ঋষভ সিং এবং দীপাংশু ভগত‌। হুগলির ইমামবাড়া হাসপাতাল থেকে গ্রিন করিডর গড়ে এই দু'জনকে এই হাসপাতালে নিয়ে আসা হয় বেলা বারোটা নাগাদ । এই দু'জনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ।

Last Updated : Feb 14, 2020, 7:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details