কলকাতা, 17 এপ্রিল: ফের নবান্ন থেকে আজ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । থাকবেন জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা । বৈঠকে থাকবেন স্বাস্থ্য কর্তারাও। নবান্ন সূত্রে এখবর জানা গেছে।
কোরোনা পরিস্থিতি নিয়ে আজ ভিডিয়ো কনফারেন্স করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল তিনটের সময় হবে এই বৈঠক। সেখানে কোরোনা সংক্রমণের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
কোরোনা সংক্রমণের ভিত্তিতে রাজ্যের 12টি জেলাকে হটস্পট (রেড জ়োন) হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্যমন্ত্রক। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা । রাজ্যের এই চার জেলায় কোরোনার ব্যাপক সংক্রমণের আশঙ্কা রয়েছে। রাজ্যের আরও 8টি জেলাতেও কোরোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে । সব মিলিয়ে মোট 12টি জেলাকে বুধবার হটস্পট (রেড জোন) হিসেবে চিহ্নিত করা হয়েছে।স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, এই হটস্পট এলাকা ও সংলগ্ন এলাকার নজরদারিতে বেশ কয়েকটি স্পেশাল টিম থাকবে । এই টিমগুলি এলাকায় গিয়ে ঘরে ঘরে সমীক্ষা করবে । এবিষয়ে রাজ্য ও জেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে হবে । কোথায় বেশি সংক্রমণ দেখা যাচ্ছে, সেই জায়গাগুলিকে চিহ্নিত করতে হবে। পাশাপাশি সংক্রমণের গতিবিধি নিয়েও স্বাস্থ্য মন্ত্রকের কাছে একটি রিপোর্টও দিতে হবে ।
কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা পড়ে কীভাবে জেলা প্রশাসন কাজ করবে তা নিয়েই সম্ভবত কাল বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। সেখানে জেলাগুলি থেকে বর্তমান রিপোর্ট নেওয়া হবে।