কলকাতা, 13 ফেব্রুয়ারি: হিমেল হাওয়ায় মনের মানুষের হাতে হাত৷ প্রেমের উষ্ণতায় শীত-ভোরের ধোঁয়া ওঠা চায়ের তৃপ্তি৷ প্রেমের দিনের শুরুটা এর থেকে ভাল হয় কি? কে জানে! তবে তো প্রিয়জনের হাত ধরে বেরোতে হয় এক্ষুণি! এদিকে, রাত পোহালেই ভ্য়ালেনটাইন’স ডে৷ ভালবাসার দিনে হবে নাকি একটা এক্সপেরিমেন্ট? প্রেমের দিনের ওই শুরুটা নিয়ে? ভাবনা যদি সেটাই হয়, তবে কিন্তু একটু মুশকিল আছে মশাই৷ যতই মনের মানুষের হাতে হাত থাকুক, ভ্য়াপসা গরমে হাঁটতে শেষে রোম্য়ান্সে টান পড়বে না তো?
আমাকে দোষ দেবেন না প্লিজ৷ এসব আশঙ্কা আমার নয়৷ হাওয়া অফিস বলছে, 14 ফেব্রুয়ারিতে শুধু প্রেম নয়, উত্তাপ বাড়াবেন সুয্য়িমামাও৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও থাকবে যথেষ্ট বেশি৷ ফলে সাজুগুজু করে বেশি হাঁটাহাঁটিতে ঘাম ঝড়ার সম্ভাবনা কিন্তু ষোলোয়ানা৷