কলকাতা, 2 জানুয়ারি : রাজ্যে ফের লাগু হচ্ছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ ৷ ওমিক্রন আতঙ্কে কাল থেকেই রাজ্যে বন্ধ সমস্ত স্কুল-কলেজ ৷ যদিও 50 শতাংশ উপস্থিতি নিয়ে চলবে প্রশাসনিক কাজ (New Covid Guidelines announced in West Bengal) ৷ তবে মেলা থেকে খেলা, সমস্তই আগের মত চললেও কেন বারবার শুধুমাত্র স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত, তাই নিয়েই সরব রাজ্যের শিক্ষকমহল (Teachers are protesting against shutting down schools) ।
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র বলেন, ‘‘সরকারের এই সিদ্ধান্তে আমরা হতবাক । কারণ, মেলা থেকে খেলা, সবই খোলা থাকবে । এমনকি আসন্ন পুরভোট ও গঙ্গাসাগর স্নানের উপরও কোনও নিষেধাজ্ঞা জারি করা হল না । শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পিছনে হয়তো স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ রয়েছে । কিছুদিনের জন্য স্কুল-কলেজ বন্ধ হতেই পারে । কিন্তু বাকি সমস্তকিছুই চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হল । এমনটা কোনও সভ্যসমাজে মেনে নেওয়া যায় না । আমরা এর তীব্র বিরোধিতা করছি । গতবারের মতো যাতে এবারেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়া না হয়, সেই দাবিতে আমরা আন্দোলন শুরু করব ।’’