কলকাতা, 19 মার্চ : :বিশ্বে কোরোনায় সংক্রমণের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে । গণপরিবহনে চলছে ব্যাপক সাফাই অভিযান । বাদ নেই ট্যাক্সি ও আপ ক্যাবগুলিও । যাত্রীদের সতর্ক করার পাশাপাশি নিজেদের স্বাস্থ্যের দিকেও নজর দিচ্ছেন চালক ও ট্যাক্সি মালিকরা ।
বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, "গণপরিবহন যেহেতু প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করেন ৷ তাই এটা আমাদের কর্তব্য ৷ নিরাপদ পরিষেবা দেওয়ার কথা মাথায় রেখেই বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে ৷" জানান, চালকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ট্রিপ শুরুর আগে ভালো করে জল ও কাপড় দিয়ে সিট এবং হ্যান্ডেলগুলি মুছে নিতে ৷ প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে ৷
ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরস গিল্ডের দক্ষিণ কলকাতার কনভেনর সুরিত মুখোপাধ্যায় বলেন, " আপ ক্যাবগুলিকে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে । যাত্রীদের বারবার বলা হচ্ছে তারা যেন যথাসম্ভব AC কম চালিয়ে কাঁচ নামিয়ে যাতায়াত করেন । চালকদের মাস্ক ও স্যানিটাইজ়ার ব্যবহার করতে বলা হচ্ছে ।"
কোরোনার সংক্রমণ রুখতে তৎপর হলুদ ট্যাক্সি ও আপ ক্যাব সংগঠনগুলি এ বিষয়ে AITUC অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক নভাল কিশোর শ্রীবাস্তব বলেন, " আমরা প্রথম থেকেই ট্যাক্সিগুলিকে ভালো করে ধোয়ার দিকে নজর দিতাম ৷ তবে এখন আরও কড়াকড়ি করা হচ্ছে । চালকদের কোরোনা ভাইরাস নিয়ে সতর্ক হতে বলা হয়েছে । পরিচ্ছন্নতা বজায় রাখার কথা বলা হয়েছে । পরিষ্কার জামাকাপড় পরে ডিউটিতে আসার কথা বলা হয়েছে । হাত পরিষ্কার রাখা ও মুখ ঢাকার নির্দেশ দেওয়া হয়েছে ।"