পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Tathagata Roy slams BJP leaders : কলকাতা পৌরভোটে ভরাডুবি, বঙ্গ বিজেপি নেতৃত্বকে ‘একহাত’ নিলেন তথাগত

যত না বিরোধীদের সমালোচনা করেন তার থেকে বেশি দলের নেতা-কর্মীদের সমালোচনা করতে দেখা গিয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়কে ৷ কলকাতা পৌরসভা নির্বাচনে ভরাডুবির পরেই তাঁর বেলাগাম আক্রমণের মুখে পড়লেন দলের রাজ্য স্তরের নেতা-নেত্রীরা ( Tathagata Roy slams top Bengal BJP leaders for kolkata civic poll debacle) ৷

Tathagata Roy slams BJP leaders
দলীয় নেতৃত্বকে ঠুঁকলেন তথাগত

By

Published : Dec 22, 2021, 9:58 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর : রাজনৈতিক মহলে ঠোঁটকাটা বলেই পরিচিত বিজেপি নেতা তথাগত রায় ৷ বরাবরই বির্তকিত মন্তব্যের জন্যে খবরের শিরোনামে থাকেন তিনি ৷ গত জুনে মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর থেকেই বঙ্গ বিজেপির এই প্রবীণ নেতার মুখে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছিল ৷ মুকুলের পাশাপাশি তাঁর নিশানায় পড়েছিলেন বাংলার নির্বাচনে গেরুয়া ধ্বজা তুলে ধরার দায়িত্বে থাকা অন্যতম সেনানী কৈলাস বিজয়বর্গীয়ও ৷ এবার কলকাতা পৌরসভা নির্বাচনে ভরাডুবির পরেই তাঁর বেলাগাম আক্রমণের মুখে পড়লেন দলের রাজ্য স্তরের নেতা-নেত্রীরা ( Tathagata Roy slams top Bengal BJP leaders for kolkata civic poll debacle) ৷

এবার কলকাতা পৌরভোটে দলের ভরাডুবির তিনি টুইটারে লেখেন, ‘‘অনেক ভাল হতে পারত। কিন্তু তার বদলে হয়েছে ‘তিন থেকে সাতাত্তর’, তৃণমূলের শয়তানির উপর সব দোষ চাপানো, এবং সবশেষে এক গর্দভসুলভ ‘সৌজন্য’। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, “নাসতো বিদ্যতে ভাবঃ নাভাবো বিদ্যতে সতঃ (ভগবদ্গীতা 2:16)। তৃণমূলের মত ৷’’

তার কয়েকঘণ্টা পরেই আরেকটি টুইট করেন বিজেপি নেতা ৷ লেখেন, ‘‘প্রকাশ্যে বিজেপির সম্বন্ধে মন্তব্যে কেউ কেউ দুঃখ পাচ্ছেন। আমি নিজেই তো পাচ্ছি ! কিন্তু উপায় নেই | যা বলার ছিল গোপনে বহুবার বলা হয়েছে। কোনও লাভ হয় নি। আমার বয়স হল বা কি হল, বেঁচে আছি কি মরে গেছি, তাতে কারুর কিছু আসে যায় না। বাঙালি হিন্দুর যে সর্বনাশ হতে চলেছে সেটাই বিবেচ্য ।’’

যদিও সবচেয়ে বেশি জলঘোলা হয়েছে তাঁর অন্য একটি টুইটে ৷ প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোযের একটি ভিকট্রি সাইন দেখানো ছবি ও একইসঙ্গে নিজের তিনটি আঙ্গুলের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘প্রথমটা ভুল। দ্বিতীয়টা ঠিক। কারণ বিজেপি কলকাতায় তৃতীয় দলে পরিণত হয়েছে। আসনও পেয়েছে তিনটি ।’’ স্বভাবতই বিজেপির এই উত্থান এবং তারও দ্রুতগতিতে পতনে তিনি সরাসরি দিলীপ ঘোষ এবং বঙ্গ বিজেপির অন্যান্য নেতাকেই দায়ি করলেন বলে জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে ৷

আরও পড়ুন : বিজেপি ছাড়লে অনেক গুপ্তকথা ফাঁস করতাম, দিলীপকে পাল্টা তথাগতর

দিনকয়েক আগেই টুইটারে পাগ কুকুরের মুখের পাশে কৈলাসের মুখের ছবি দিয়ে পোস্ট করেন তিনি । তথাগত রায়ের পোস্টের ওপরে লেখা 'ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে' ৷ এক দশক আগে পাগ প্রজাতির এই কুকুরকে বিজ্ঞাপনে ব্যবহার করত টেলিকম সংস্থা ভোডাফোন ।

2015 সালের পর থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বড়সড় পরিবর্তন হয়েছে ৷ তৃণমূলের সঙ্গে বিরোধিতার জায়গায় বাম-কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে এসেছে বিজেপি ৷ মাস কয়েক আগে এই রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই ভোটে আসন সংখ্যা ও ভোট শতাংশের হিসেবে বিজেপিই দ্বিতীয় স্থানে ছিল ৷ আর তারাই এবার প্রধান বিরোধী দল ৷ এবার কলকাতা পৌরভোটে কার্যত ধ্বস নেমেছে গেরুয়াশিবিরে ৷ বিজেপি 7 থেকে কমে হয়েছে 3 ৷ তা নিয়েই দলীয় নেতৃত্বকে ঠুঁকলেন তথাগত ৷

ABOUT THE AUTHOR

...view details