কলকাতা, 22 ডিসেম্বর : রাজনৈতিক মহলে ঠোঁটকাটা বলেই পরিচিত বিজেপি নেতা তথাগত রায় ৷ বরাবরই বির্তকিত মন্তব্যের জন্যে খবরের শিরোনামে থাকেন তিনি ৷ গত জুনে মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর থেকেই বঙ্গ বিজেপির এই প্রবীণ নেতার মুখে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছিল ৷ মুকুলের পাশাপাশি তাঁর নিশানায় পড়েছিলেন বাংলার নির্বাচনে গেরুয়া ধ্বজা তুলে ধরার দায়িত্বে থাকা অন্যতম সেনানী কৈলাস বিজয়বর্গীয়ও ৷ এবার কলকাতা পৌরসভা নির্বাচনে ভরাডুবির পরেই তাঁর বেলাগাম আক্রমণের মুখে পড়লেন দলের রাজ্য স্তরের নেতা-নেত্রীরা ( Tathagata Roy slams top Bengal BJP leaders for kolkata civic poll debacle) ৷
এবার কলকাতা পৌরভোটে দলের ভরাডুবির তিনি টুইটারে লেখেন, ‘‘অনেক ভাল হতে পারত। কিন্তু তার বদলে হয়েছে ‘তিন থেকে সাতাত্তর’, তৃণমূলের শয়তানির উপর সব দোষ চাপানো, এবং সবশেষে এক গর্দভসুলভ ‘সৌজন্য’। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, “নাসতো বিদ্যতে ভাবঃ নাভাবো বিদ্যতে সতঃ (ভগবদ্গীতা 2:16)। তৃণমূলের মত ৷’’
তার কয়েকঘণ্টা পরেই আরেকটি টুইট করেন বিজেপি নেতা ৷ লেখেন, ‘‘প্রকাশ্যে বিজেপির সম্বন্ধে মন্তব্যে কেউ কেউ দুঃখ পাচ্ছেন। আমি নিজেই তো পাচ্ছি ! কিন্তু উপায় নেই | যা বলার ছিল গোপনে বহুবার বলা হয়েছে। কোনও লাভ হয় নি। আমার বয়স হল বা কি হল, বেঁচে আছি কি মরে গেছি, তাতে কারুর কিছু আসে যায় না। বাঙালি হিন্দুর যে সর্বনাশ হতে চলেছে সেটাই বিবেচ্য ।’’