কলকাতা, 23 ডিসেম্বর : রাজনৈতিক মহলে ঠোঁটকাটা বলেই পরিচিত বিজেপি নেতা তথাগত রায় ৷ বরাবরই বির্তকিত মন্তব্যের জন্যে খবরের শিরোনামে থাকেন তিনি ৷ কলকাতা পৌরসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকেই ক্রমাগত টুইটে তাঁর তোপের মুখে পড়েছেন বঙ্গ বিজেপি নেতারা (Tathagata Roy slams BJP leaders) ৷ এবার আবার টুইট করে বিতর্কে জড়ালেন তিনি ৷ তবে এবার গেরুয়া শিবির নয়, প্রবীণ বিজেপি নেতার নিশানায় পড়লেন জোড়াফুল সমর্থকরা (Tathagata Roy slams TMC Supporters in Twitter) ৷
বুধবার বিজেপির পৌরসভা ভোটে হারের পরেই দলকে কটাক্ষ করেন তথাগত ৷ তারপরেই জনৈক টুইটার ব্যবহারকারী তাঁঁকে বিজেপির হারে ভেঙে না পড়ার পরামর্শ দেন ৷ সেই সূত্রেই তিনি টুইটারে লেখেন, ‘‘আমার ভেঙে পড়ার কিছু নেই, কারণ আমার পাবার কিছু নেই। এও জানি তৃণমূল চুরমার হয়ে যাবে, কারণ এক-নেতা-নির্ভর নীতিহীন পার্টি বেশিদিন টেকে না। শুধু চোখের সামনে বিজেপি নিজের পায়ে কুড়ুল মারল এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হবার পথে এগিয়ে যাচ্ছে দেখে খারাপ লাগে, এই যা ।’’
এরপরেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের কর্মী-সমর্থকদের আক্রমণের মুখে পড়েন তিনি ৷ তারপরেই ফের টুইট তথাগতর ৷ লেখেন, ‘‘তৃণমূল চুরমার হয়ে যাবে শুনে মুলোগুষ্ঠি আবার খেপে উঠে ট্রোল করতে আরম্ভ করেছে। বেশিরভাগ আমার বয়স আর স্বাস্থ্য নিয়ে গভীর দুশ্চিন্তা ! তা করুক, সেই অধিকার তাদের আছে। সোশ্যাল মিডিয়াটা এখনও আনন্দবাজার-বর্তমানে পরিণত হয়নি। তবে অশ্লীলতা করলেই ব্লক ।’’