কলকাতা, 15 জানুয়ারি : ফের বিস্ফোরক তথাগত রায় ৷ বঙ্গ-বিজেপির প্রাক্তন সভাপতি (Bengal BJP Former President Tathagata Roy) ফের তোপ দেগেছেন দলের বিরুদ্ধে ৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি নিজেরাই নিজেদের শেষ করার দিকে নিয়ে যাচ্ছে ৷
শনিবার টুইট করে এই দাবি করেছেন তিনি (Tathagata Roy Tweet) ৷ লিখেছেন, রোগ চেপে রাখলে, তা সারে না ৷ বরং তা মৃত্যুর দিকে নিয়ে যায় ৷ তার পরই তিনি সরাসরি বিজেপির দিকে অভিযোগের তির ছোড়েন ৷
তাঁর দাবি, টাকা ও মহিলা সিনড্রোম দিয়ে এর শুরু হয়েছিল ৷ তার পর বিধানসভা ও পৌরনিগমের ভোটে ভয়ঙ্কর খারাপ ফলাফলের পরও তা শুধরে নেওয়া হয়নি ৷ বরং এভাবে পশ্চিমবঙ্গ বিজেপি নিজেদের ‘মৃত্যুর‘ দিকে টেনে নিয়ে যাচ্ছে (tathagata roy attacks his own party bjp through social media) ৷