পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Tathagata Attacks BJP : বঙ্গ বিজেপি নিজেদের ‘মৃত্যুর’ দিকে নিয়ে যাচ্ছে, ফের টুইটে বিস্ফোরক তথাগত

পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় (Bengal BJP Former President Tathagata Roy) প্রায় টুইট করে আক্রমণ করেন দলকে ৷ শনিবারও তিনি টুইট করে দলের সমালোচনা করলেন ৷ তাঁর দাবি, বঙ্গ বিজেপি নিজেদের ‘মৃত্যুর’ দিকে নিয়ে যাচ্ছে ৷

tathagata roy attacks his own party bjp through social media
Tathagata Attacks BJP : বঙ্গ বিজেপি নিজেদের ‘মৃত্যুর’ দিকে নিয়ে যাচ্ছে, বিস্ফোরক তথাগত

By

Published : Jan 15, 2022, 12:46 PM IST

কলকাতা, 15 জানুয়ারি : ফের বিস্ফোরক তথাগত রায় ৷ বঙ্গ-বিজেপির প্রাক্তন সভাপতি (Bengal BJP Former President Tathagata Roy) ফের তোপ দেগেছেন দলের বিরুদ্ধে ৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি নিজেরাই নিজেদের শেষ করার দিকে নিয়ে যাচ্ছে ৷

শনিবার টুইট করে এই দাবি করেছেন তিনি (Tathagata Roy Tweet) ৷ লিখেছেন, রোগ চেপে রাখলে, তা সারে না ৷ বরং তা মৃত্যুর দিকে নিয়ে যায় ৷ তার পরই তিনি সরাসরি বিজেপির দিকে অভিযোগের তির ছোড়েন ৷

তাঁর দাবি, টাকা ও মহিলা সিনড্রোম দিয়ে এর শুরু হয়েছিল ৷ তার পর বিধানসভা ও পৌরনিগমের ভোটে ভয়ঙ্কর খারাপ ফলাফলের পরও তা শুধরে নেওয়া হয়নি ৷ বরং এভাবে পশ্চিমবঙ্গ বিজেপি নিজেদের ‘মৃত্যুর‘ দিকে টেনে নিয়ে যাচ্ছে (tathagata roy attacks his own party bjp through social media) ৷

প্রসঙ্গত, এর আগে বহুবার বঙ্গ বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন তথাগত রায় ৷ প্রতিবারই টুইটারে বিস্ফোরক সব মন্তব্য করেছেন ৷ যা অস্বস্তি বাড়িয়েছে বিজেপির ৷ এবারও তাই হল ৷

তার উপর বিজেপির অন্দরের পরিস্থিতি এখন ভাল নয় ৷ সাম্প্রতিক কালে বেশ কয়েকজন বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন ৷ অনেকে দলের অন্দরে বিদ্রোহ শুরু করেছেন ৷ সেই পরিস্থিতি সামলাতেই দলের নেতারা ব্যস্ত বলে সূত্রের খবর ৷ সেই সময় তথাগত রায়ের এই টুইট নতুন বিতর্কের সূচনা করল ৷

আরও পড়ুন :Tathagata Roy Tweets : ‘‘তৃণমূল চুরমার হয়ে যাবে, বিজেপিও নিশ্চিহ্ন হওয়ার পথে’’, টুইটারে ফের বিস্ফোরক তথাগত

ABOUT THE AUTHOR

...view details