পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 7, 2022, 1:05 PM IST

ETV Bharat / city

Tapan Dutta Murder Case: সুপ্রিম কোর্টে বিচারাধীন তপন দত্ত খুনের মামলার শুনানি পিছল হাইকোর্টে

তপন দত্ত খুনের মামলায় (Tapan Dutta Murder Case) সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তৃণমূল নেতা ষষ্ঠী গায়েন ৷ যার ফলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)পিছল শুনানি ৷

Tapan Dutta Murder Case hearing postponed in High Court
Calcutta High Court

কলকাতা, 7 জুলাই: শুনানি পিছল তপন দত্ত খুনের মামলার(Tapan Dutta Murder Case)। মামলায় অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও আবেদন জানিয়েছেন । সেই মামলা এখনও বিচারাধীন । তাই এ দিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে যে আপিল করা হয়েছে, সেই মামলার শুনানি গ্রহণ করা হবে 31 অগস্ট, সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলার নিষ্পত্তি হওয়ার পর ।

উল্লেখ্য, হাওড়ার জলাভুমি বাঁচাও আন্দোলনের নেতা তপন দত্ত খুনের ঘটনায় নিম্ন আদালতে চার্জশিট পেশের পরও সম্প্রতি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে । এমনকী এই মামলার বিচার প্রক্রিয়াও সিবিআইয়ের বিশেষ আদালতে করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । এই নির্দেশের বিরুদ্ধে তৃণমূল নেতা ষষ্ঠী গায়েন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পাশাপাশি সুপ্রিম কোর্টেও মামলা করেছেন । একই সঙ্গে দীর্ঘদিন ধরে তদন্তের পর দু'দফায় চার্জশিট পেশ করেছিল সিআইডি । সেই তদন্ত খারিজ করে সিবিআইয়ের হাতে ফের তদন্তভার দেওয়ার জন্য রাজ্য সরকারও হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছে । এই দুটি মামলারই আপাতত শুনানি 31 অগস্ট পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিল হাইকোর্ট ।

2011 সালের 6 মে আততায়ীদের গুলিতে খুন হন হাওড়ার জলাভুমি বাঁচাও কমিটির নেতা তপন দত্ত । 2011 সালের 30 অগস্ট সিআইডি মামলার চার্জশিট পেশ করে । চার্জশিটে একাধিক তৃণমূল নেতার নাম থাকলেও 2011 সালের 26 সেপ্টেম্বর ফের একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিআইডি । সেখানে কোনও কারণ না দেখিয়ে অরূপ রায়, ষষ্ঠী গায়েন-সহ 9 জন তৃণমূল নেতার নাম বাদ দেওয়া হয় চার্জশিট থেকে । নিম্ন আদালত বেশ কয়েকজন অভিযুক্তকে খালাস করার নির্দেশ দিলেও, 2017 সালে কলকাতা হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ এই নির্দেশ খারিজ করে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় (Tapan Dutta Murder Case hearing postponed in High Court)।

এ দিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ষষ্ঠী গায়েনের তরফে আইনজীবী প্রতীক ধর বলেন, "নিম্ন আদালতে বিচারপর্ব শেষ হয়ে গিয়েছে । অভিযুক্তকে মামলা থেকে নিষ্কৃতিও দেওয়া হয় । তাছাড়া মক্কেলকে মামলায় পার্টি পর্যন্ত না করেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ । 2011 সাল থেকে তিনি এই মামলায় তদন্তের সামনাসামনি হয়েছেন ।"

আরও পড়ুন:তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূল নেতা

প্রখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি রাজ্যের তরফে বলেন, "সিআইডি তদন্ত সম্পূর্ণ করে চার্জশিট পেশ করেছিল । সেই তদন্ত সিবিআইকে এই ভাবে হস্তান্তর করা যায় না ।" এর বিরোধিতা করে তপন দত্তর পরিবারের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "নিম্ন আদালত পর্যন্ত নির্দেশে জানিয়েছিল তদন্ত যথাযথ হয়নি । তদন্ত হওয়া প্রয়োজন । "

ABOUT THE AUTHOR

...view details