পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বন্ধ টালা ব্রিজ, যাত্রী সুবিধায় ফেরি পরিষেবা বাড়াল রাজ্য - টালা ব্রিজ

চালু অতিরিক্ত ফেরি পরিষেবা ৷ জলপথে এই পরিষেবা চালু হলে উত্তর কলকাতা, কাশীপুর ও বরানগরের মানুষজন উপকৃত হবেন ।

জলপথে এই পরিষেবা চালু হলে উত্তর কলকাতা, কাশীপুর ও বরানগরের মানুষজন উপকৃত হবেন ।

By

Published : Oct 22, 2019, 5:15 AM IST

Updated : Oct 22, 2019, 12:51 PM IST

কলকাতা, 22 অক্টোবর : টালা ব্রিজ বন্ধ হওয়ায় নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের ৷ এই পরিস্থিতিতে নয়া উদ্যোগ নিল রাজ্য ৷ গতকাল রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী কুঠিঘাট থেকে বেশ কয়েকটি ফেরি পরিষেবা উদ্বোধন করেন । হেমন্ত সেতু অর্থাৎ টালা ব্রিজ বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতে যাতায়াত করতে কোনওরকম অসুবিধা যাতে না হয় তাই ইতিমধ্যেই পরিবহনমন্ত্রী দফায় দফায় বৈঠক করেছেন ।

সেতু বন্ধ থাকার জন্য যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয়, তাই বিকল্প ব্যবস্থা হিসেবে জলপথ পরিষেবাও বাড়ানো হচ্ছে । সেই সূত্রেই গতকাল বেশ কয়েকটি ভেসেলের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন (WBSTC) বিভাগের সচিব নারায়ণ স্বরূপ নিগম, তৃণমূল সাংসদ সৌগত রায়, মন্ত্রী তাপস রায় ও বরানগর মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন অপর্ণা মৌলিক ।

আরও পড়ুন : টালা ব্রিজ বন্ধের জেরে মন্ত্রীর বৈঠকে বিকল্প রোড ম্যাপ

মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "হেমন্ত সেতু বন্ধ হয়ে যাওয়ায় জলপথেও বিকল্প পরিবহনের সুবিধা দেওয়া হচ্ছে যাত্রীদের । কুঠিঘাট থেকে চারটি 200 আসনের ডবল ইঞ্জিন ভেসেল উদ্বোধন করা হল । এই ভেসেলগুলি কুঠিঘাট থেকে ফেয়ারলি প্লেস ও বাগবাজার ঘাট পর্যন্ত যাতায়াত করবে । খুব দ্রুত এই ধরনের আরও দশটি ভেসেলের পরিষেবা চালু হবে ।" শুভেন্দুর কথায়, জলপথে এই পরিষেবা চালু হলে উত্তর কলকাতা, কাশীপুর ও বরানগরের মানুষজন উপকৃত হবেন ।

দেখুন ভিডিয়ো

প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত চালু থাকবে ফেরি পরিষেবা । জোয়ারের ঠিক 10 মিনিট আগে ফেরিঘাটের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে । আবহাওয়া খারাপ থাকলে ফেরি পরিষেবা বন্ধ থাকবে । প্রশাসনের অনুমতি না মেলা পর্যন্ত পরিষেবা চালু করা হবে না, এমনটাই উল্লেখ করেন মন্ত্রী । শুভেন্দু অধিকারীর বক্তব্য, ''কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই সবকটি ভেসেলে জীবনদায়ী জ্যাকেট, অগ্নি নির্বাপণ যন্ত্র ও আলো-শব্দ সহযোগে সংকেতবাহী, বার্তাবাহী যন্ত্র থাকা আবশ্যক ।''

Last Updated : Oct 22, 2019, 12:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details