কলকাতা, 25 জুন : কসবা টিকা কেলেঙ্কারি নিয়ে এবার সরব হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ হঠাৎই হাজির হলেন সল্টলেকের স্বাস্থ্য ভবনে ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে জমা দিলেন স্মারকলিপি ৷ তাঁর সাফ কথা, দেবাঞ্জন দেব (Debanjan Deb) একজন প্রতারক ৷ এমনকি, দেবাঞ্জনের সঙ্গে রাজ্য়ের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু ৷
শুভেন্দুর ইঙ্গিত, দিনের পর দিন শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই তৃণমূল নেতৃত্বের কাছাকাছি আসতে পেরেছিলেন দেবাঞ্জন ৷ আর সেই কারণেই তৃণমূলের একাধিক নেতার সঙ্গে তাঁকে দেখা গিয়েছে ৷ এই ঘটনা একটা বড়সড় চক্রান্ত ৷ শুভেন্দুর মতে, কসবা টিকা কেলেঙ্কারির প্রকৃত সত্য সামনে আনতে প্রয়োজনে স্বতন্ত্র কোনও সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে ৷ এই প্রসঙ্গে সরাসরি সিবিআই তদন্তেরও দাবি তোলেন তিনি ৷
আরও পড়ুন :Kasba Vaccine Controversy : তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলে সিবিআই তদন্ত দাবি সায়ন্তনের
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর যুক্তি, অসংখ্য মানুষ কসবার ওই টিকাকরণ কেন্দ্র থেকে করোনার টিকা নিয়েছেন ৷ আগামী দিনে এই ঘটনার জন্য তাঁদের যদি কোনও ক্ষতি হয়, তবে তার দায় কে নেবে ? শুভেন্দুর অভিযোগ, এই ঘটনার জেরে বড় কোনও অঘটন ঘটলে রাজ্য সরকার কেন্দ্রকেই দায়ী করত ৷ তাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার ৷ দেবাঞ্জন ছাড়া আর কারা রয়েছেন এর পিছনে, তা প্রকাশ্যে আসা দরকার ৷