পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতার হোটেলে শিলিগুড়ির ব্যবসায়ী ও তাঁর পরিবারের রহস্যমৃত্যু - কলকাতা

নিউ মার্কেটের একটি হোটেলে এক পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ৷ হোটেলের ঘর থেকে বিষের বোতল এবং সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ ৷

suspicious death of a family from siliguri in kolkatas hotel
কলকাতার হোটেলে শিলিগুড়ির ব্যবসায়ী ও তাঁর পরিবারের রহস্যমৃত্যু

By

Published : Mar 16, 2021, 7:31 PM IST

কলকাতা, 16 মার্চ : কলকাতার হোটেলে রহস্যজনক মৃত্যু শিলিগুড়ির এক পরিবারের ৷ ঘটনায় মৃত্যু হল মা, বাবা ও ছেলের । ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল ও সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পরিবারের তিন সদস্যই আত্মহত্যা করেছেন ৷

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নিউ মার্কেট থানার রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলে । ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার বলেন, সুইসাইড নোটে লেখা ছিল তাঁরা আত্মহত্যা করছেন । ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিষের বোতল ও সুইসাইড নোটটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন : বাঁকুড়ায় চিকিৎসকের রহস্যমৃত্যু

জানা গিয়েছে শিলিগুড়ির বাসিন্দা সুশীল কুমার বনসল এবং তাঁর স্ত্রী চন্দা বনসল ও ছেলে সুনীত বনসল গতকাল রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলে ওঠেন । লালবাজার সূত্রের খবর, তাঁরা রাত 10টা নাগাদ রাতের খাবারে রুটি ও চানা মসলা খান । পরে হোটেলের লোকেরা একাধিক বার ডাকাডাকি করলেও তাঁরা সাড়া দেননি ৷ সন্দেহ হওয়ায় হোটেল কর্তৃপক্ষই স্থানীয় থানায় খবর দেয়। এর পর নিউ মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে এসে হোটেলের দরজা ভেঙে ভিতরে ঢোকে ৷ দেখা যায় পরিবারের তিন সদস্যই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটা বিষের বোতল ও সুইসাইড নোট। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে । পুলিশ জানিয়েছে, ওই পরিবারের ব্যাগ তৈরির ব্যবসা ছিল । প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details