কলকাতা, 25 মার্চ : সারদা মামলায় সুরজিৎ কর পুরকায়স্থকে তলব করেছিল ইডি । আজ ইডির দফতরে হাজিরা দিলেন তিনি ৷ বৃহস্পতিবার সকাল 10 টা বেজে 50 মিনিটে সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে আসেন সুরজিৎ কর পুরকায়স্থ ।
সারদার বিভিন্ন অনুষ্ঠানে পুলিশকর্তা সুরজিৎ পুরকায়স্থকে দেখা গিয়েছে বলে অভিযোগ । এছাড়া চিটফান্ড সংস্থা সারদা কলকাতা পুলিশকে অ্যাম্বুলেন্স দিয়েছিল । সেই অ্যাম্বুলেন্স হস্তান্তরের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন ডিজিপি সুরজিৎ । সূত্রের খবর, সারদা মামলার সঙ্গে তাঁর যোগাযোগ আছে কি-না, থাকলে তা কতটা গভীরে এই বিষয়ে খতিয়ে দেখতেই এদিন ডাকা হয় তাঁকে।