কলকাতা, 3 মে : ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে বিজেপির কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (BJP MP Arjun Singh) । তার পর জল্পনা ছড়ায় যে অর্জুন আবার তৃণমূলে ফিরছেন ৷ তাই তিনি ওই কর্মসূচিতে হাজির হননি ৷ এই পরিস্থিতিতে তড়িঘড়ি অর্জুন সিংকে নিয়ে গোপন বৈঠক করল বিজেপি ৷ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়িতে ওই গোপন বৈঠক হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে (Sukanta and Suvendu meet BJP MP Arjun Singh to know his Grievances) ।
সূত্রের খবর, সোমবার বিজেপির কর্মসূচিতে না আসায় অর্জুনকে ফোন করেন সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) । প্রথমে তিনি দিল্লিতে থাকার কথা জানান৷ তখন তাঁকে কলকাতায় ফেরার পর দেখা করার প্রস্তাব দেন সুকান্ত ৷ সেই মতো সুকান্তর বাড়িতে ওই বৈঠক হয় ৷ ওই বৈঠকে সুকান্ত ও অর্জুন ছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikhari) ৷ সেখানে অর্জুন সিংকে সব রকম ভাবে আশ্বাসও দেওয়া হয় ৷ শুভেন্দুও অর্জুন সিং-এর কী সমস্যা আছে, তা জানতে চান ৷