পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জীবিকা সেবকদের বকেয়া বেতনের দাবিতে চিঠি সুজনের - Subrata Mukherjee

প্রায় দু'বছরের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না পঞ্চায়েতস্তরে নিযুক্ত জীবিকা সেবকরা ৷ তাদের বকেয়া বেতন দ্রুত মেটানো ও সুনির্দিষ্ট কর্মসংস্থানের দাবিতে পঞ্চায়েতমন্ত্রীকে চিঠি দিলেন সুজন চক্রবর্তী ৷

সুজন চক্রবর্তী

By

Published : Jul 24, 2019, 11:43 AM IST

কলকাতা, 24 জুলাই : প্রায় দু'বছরের বেশি বেতন বকেয়া ৷ গ্রাম পঞ্চায়েতের জীবিকা সেবকদের বকেয়া বেতন ও কর্মসংস্থান সুনিশ্চিতের দাবিতে পঞ্চায়েত ও গ্রামোনয়ন্নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় দলেনতা সুজন চক্রবর্তী ৷

প্রায় 25 মাস ধরে গ্রাম পঞ্চায়েতগুলোতে চুক্তির ভিত্তিতে নিযুক্ত জীবিকা সেবকরা বেতন পাচ্ছেন না ৷ চিঠিতে সুজনবাবু পঞ্চায়েতমন্ত্রীকে জানান, সম্প্রতি গ্রাম পঞ্চায়েতস্তরে চুক্তির ভিত্তিতে নিযুক্ত জীবিকা সেবকদের বিষয়ে বিধানসভায় একাধিকবার আলোচনা হয়েছে ৷ অথচ গত 25 মাস ধরে জীবিকা সেবকরা কোনও বেতন পাননি ৷ এদের MGREGA প্রকল্পের আওতায় অতিরিক্ত গ্রাম রোজগার সেবক, GRS, ডেটা এন্ট্রি অপারেটর অথবা অন্য কোনও কাজে নিয়োগ করার আবেদন করেছেন সুজনবাবু ৷

আরও পড়ুন : দিদি ও মোদির কলকাতায় কুস্তি, দিল্লিতে দোস্তি : সীতারাম ইয়েচুরি

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী গত বছর দক্ষিণ 24 পরগনার পৈলানে আয়োজিত প্রশাসনিক সভায় জীবিকা সেবকদের MGREGA প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের কাজে নিযুক্ত করার জন্য নির্দেশ দেন ৷ কিন্তু সরকারের তরফে এখনও কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়নি ৷ যদিও লোকসভা ভোটের কাজে অনেক জেলায় আধিকারিকরা নির্দেশ জারি করে জীবিকা সেবকদের বেশকিছু দায়িত্ব দেন ৷ তাই এদের সুনির্দিষ্ট কর্মসংস্থানের দাবিতে চিঠি পাঠান সুজন চক্রবর্তী ৷

ABOUT THE AUTHOR

...view details