কলকাতা, 9 ডিসেম্বর : মেঘলা আকাশ ছিলই, বৃহস্পতিবার বেলা বাড়তেই হালকা বৃষ্টিতে ভিজল শহর ৷ গত কয়েকদিন টানা বৃষ্টির পর যখন মনে হচ্ছিল জাওয়াদের বিদায়ের পর এই অসময়ে বুঝি বৃষ্টির হাত থেকেও রেহাই মিলল, তখনই কুয়াশা মাখা সকাল কাটতে না-কাটতেই শীতের শিরশিরানির মধ্যে কলকাতা ফের ভিজল বারিধারায় (Rain in Kolkata) ৷
তবে, লক্ষীবারের সকালের আবহাওয়া দেখে শীত আসছে বলে মনে হলেও এতে আবহাওয়া দফতরের সিলমোহর নেই। বরং আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা শীতের আগমনীতে আরও কিছুদিনের বিলম্ব দেখছেন। ইংরেজি ক্যালেন্ডারে মাসটা ডিসেম্বর হলেও বাংলা মাসের তালিকায় এখন অগ্রহায়ণ। ফলে পৌষ-মাঘ শীতকাল ধরলে এখনও তা আসতে দিন সাতেক বাকি। তাই জাওয়াদ ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠাণ্ডা ভাব শীতের আগমন বলে মনে হলেও আদতে তা হচ্ছে না ৷