কলকাতা, 19 সেপ্টেম্বর: সারা রাজ্যের মত কলকাতাতেও ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে গত কয়েকদিনে (Dengue in Kolkata)। আগের বছরের তুলনায় এবার ডেঙ্গির প্রকোপ প্রায় সাতগুন বেড়েছে । মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও কলকাতা পৌরনিগম ডেঙ্গি (Dengue) ও ম্যালেরিয়া (Malaria) প্রতিরোধে সম্পূর্ণ ভাবে ব্যর্থ । এই অভিযোগ তুলে সোমবার এসইউসিআই-এর নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান পৌরনিগমের সদর দফতরের সামনে (SUCI Protest in Kolkata) ।
এদিন ধর্মতলার লেনিন মূর্তির সামনে থেকে এসইউসিআই-এর মিছিল শুরু হয়ে লেনিন সরণি, ওয়েলিংটন, রানি রাসমনি রোড হয়ে কলকাতা পৌরনিগমের সামনে শেষ হয় (protest in front of Kolkata Municipal Corporation)। মিছিল আটকাতে সেখানে আগে থেকেই ব্যারিকেড তৈরি করা হয়েছিল ৷ এসইউসিআই কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি । সাময়িক উত্তেজনার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷
আরও পড়ুন: ডেঙ্গি দমনে প্রতিটি প্যান্ডেলে নজরদারির নির্দেশিকা জারি পৌরনিগমের