কলকাতা, 18 ডিসেম্বর : দক্ষিণ কলকাতাজুড়ে শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত পোস্টার পড়ল। গতকাল দল ছাড়ার পর আজ ছেয়ে গেল শুভেন্দুর পোস্টারে। হাজরা, রাসবিহারী, টালিগঞ্জের বহু জায়গায় দেখা যায় পোস্টার। দল ছাড়ার জল্পনা চলাকালীন বেশ কয়েকবার শহর ও শহরতলীর জুড়ে পড়েছিল শুভেন্দুর ছবি সম্বলিত পোস্টার।
দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের ঘাঁটি হিসাবে পরিচিত ৷ বিশেষ করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো নেতাদের খাসতালুক দক্ষিণ কলকাতা। সেই দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকাজুড়ে শুভেন্দু অধিকারীর পোস্টার পড়া খুবই তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক গুরুত্ব বিচারে দক্ষিণ কলকাতা আসনকে তৃণমূল নেত্রীর খাসতালুক বলা চলে। এখান থেকে টানা ছ'বার জিতে সাংসদ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2019 লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী মালা রায় এই আসন থেকে জয়ী হলেও বিজেপির ভোট বেড়েছে উল্লেখযোগ্যভাবে ৷ ভবানীপুর কেন্দ্রে তৃণমূল বিজেপির চেয়ে মাত্র 3 হাজার 168 ভোট বেশি পায় । ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 8টি ওয়ার্ডের মধ্যে 6টিতে তৃণমূলকে পিছনে ফেলে দেয় বিজেপি। সম্ভবত শনিবার শাহের সভাতেই পদ্মে যোগ দেবেন শুভেন্দু ৷ তার আগে দক্ষিণ কলকাতা জুড়ে শুভেন্দুর পোস্টারে বেশ অস্বস্তি তৃণমূল শিবিরে ৷
দল ছাড়ার পর দক্ষিণ কলকাতায় শুভেন্দুর ছবি সম্বলিত পোস্টার
দল ছেড়েছেন বৃহস্পতিবার ৷ আর আজ কলকাতায় শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার দেখা গেল ৷
আরও পড়ুন :তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদকের পদে ইস্তফা কবিরুল ইসলামের
তবে দক্ষিণ কলকাতাই নয়; আসানসোল, উত্তর 24 পরগনা সহ বহু জেলায় শুভেন্দুর প্রতি আস্থা দেখিয়ে পোস্টার পড়েছে বলে খবর। যদিও কিছুদিন আগে শুভেন্দু অধিকারী ছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামেও পোস্টার পড়ে ছিল। এই পোস্টার পড়াকে কেন্দ্র করে কার্যত বিজেপিকে কাঠগড়ায় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, বিজেপি থেকে পোস্টার ফেলা হচ্ছে। ফের আবারও শহরজুড়ে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।