পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Adhikari: জরুরি তলব কেন্দ্রীয় নেতৃত্বের, আজ ফের দিল্লি যাত্রা শুভেন্দুর

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলবে আজ রাতেই ফের দিল্লি যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । কেন শুভেন্দুকে ফের দিল্লিতে তলব করা হল, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ৷

জরুরি তলব কেন্দ্রীয় নেতৃত্বের, আজ ফের দিল্লির পথে শুভেন্দু
জরুরি তলব কেন্দ্রীয় নেতৃত্বের, আজ ফের দিল্লির পথে শুভেন্দু

By

Published : Jun 21, 2021, 4:37 PM IST

Updated : Jun 22, 2021, 9:33 AM IST

কলকাতা, 21 জুন: জরুরি তলব এসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের থেকে ৷ তাই আজ রাতেই ফের দিল্লি যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হঠাৎ তাঁর এই দিল্লি সফর ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে ৷

বিজেপির সূত্রে খবর, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দিল্লিতে না-ডেকে শুভেন্দু অধিকারীকেই বারবার দিল্লিতে তলব করা হচ্ছে । তা হলে কেন্দ্রীয় নেতৃত্ব কী শুভেন্দুর উপরই বেশি ভরসা করছে ? নন্দীগ্রামের বিধায়কই কি তবে আগামী নির্বাচনে অমিত শাহের তুরুপের তাস ? এ রকমই নানা প্রশ্ন নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে ।

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবির পর রাজ্য বিজেপিতে সাংগঠনিক স্তরে বড় ধরনের রদবদল হতে পারে । কৈলাস বিজয়বর্গীর জায়গায় রাজ্যে নতুন কাকে কেন্দ্রীয় পর্যবেক্ষক করা যায়, সেই বিষয়ে শুভেন্দু অধিকারীর মতামত নেওয়া হতে পারে । এ ছাড়াও সামনের সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হওয়ার সম্ভবনা । সেই ক্ষেত্রে বাংলার কোনও সাংসদকে মন্ত্রী করা হবে কি না, আর কাকেই বা সাংগঠনের কাজে দায়িত্ব দেওয়া যায়, এমনই নানা বিষয়ে আলোচনার জন্য শুভেন্দুকে জরুরি ভিত্তিতে আজ দিল্লিতে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:ইলেকশন পিটিশনে শুভেন্দুকে প্যাঁচে ফেলতে পারবেন মমতা ?

শুভেন্দু অধিকারী কিছুদিন আগেই দিল্লি গিয়েছিলেন । সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন তিনি । রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে একটি রিপোর্টও তুলে দেন তিনি। সেই ঘটনার কিছুদিনের ব্যবধানে আজ ফের শুভেন্দু অধিকারীর দিল্লি সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন :পিছিয়ে গেল নন্দীগ্রামে ভোট পুনর্গণনা সংক্রান্ত শুনানি

এ দিকে, দিল্লি যাত্রার আগের দিনই আবারও রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা ৷ রবিবার সন্ধেয় তিনি রাজভবনে গিয়ে সাক্ষাৎ করেন রাজ্যপালের সঙ্গে ৷ তাঁর এই সাক্ষাতের বিষয়ে আগাম কিছুই জানা যায়নি ৷ ধনকড়ই টুইট করে জানান, শুভেন্দু অধিকারী রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে কথা বলতে তাঁর সঙ্গে রবিবার দেখা করেছেন ৷ রাজ্যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু ৷ শনিবারই অমিত শাহের সঙ্গে দিল্লিতে ধনকড়ের জোড়া বৈঠক, এরপর রবিবার তাঁর সঙ্গে শুভেন্দুর বৈঠক আর সোমবার কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলবে বিজেপি বিধায়কের দিল্লি যাত্রা - সবমিলিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে ৷

Last Updated : Jun 22, 2021, 9:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details