পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এমবিবিএসের প্রথম বর্ষের পড়ুয়াদের কাছ থেকে লগবুক ফি না নেওয়ার দাবি - AIDSO

ডিসেম্বরের 1 তারিখ লগবুক বাবদ প্রথম বর্ষের এমবিবিএস পড়ুয়াদের 1 হাজার টাকা করে দিতে হবে ৷ নোটিশ জারি করেছিল রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় ৷ এরপরেই এর বিরোধিতা করে গতকাল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের মেডিকেল সাব কমিটির এক প্রতিনিধি দল রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন জমা দেয় ৷

symbolic pic
প্রতীকী ছবি

By

Published : Dec 8, 2020, 12:58 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : এমবিবিএসের প্রথম বর্ষের পড়ুয়াদের কাছ থেকে লগবুক ফি না নেওয়ার দাবি জানানো হয় রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে ৷ গতকাল একটি ছাত্র সংগঠনের মেডিকেল সাব কমিটির তরফে এই দাবি পেশ করা হয়েছে ।

আরও পড়ুন : বিজেপি কর্মীর মৃত্য়ুর তদন্তভার ‘সিআইডি’কে

1 ডিসেম্বর রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নোটিশে জানানো হয়েছে, প্রথম বর্ষের এমবিবিএস পড়ুয়াদের লগবুক বাবদ এক হাজার টাকা করে দিতে হবে । এদিকে, সরকারি হাসপাতালগুলিতে বেসরকারি মেডিকেল কলেজ খোলার জন্য চলতি মাসের 5 তারিখ নোটিশ ইশু করা হয়েছে । এই দুই বিষয়ে বিরোধিতা করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের মেডিকেল সাব কমিটির এক প্রতিনিধি দল সোমবার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস অর্থাৎ রাজ‍্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিয়েছে ।

আরও পড়ুন : যাদবপুরে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ালেন সুজন

অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের মেডিকেল সাব কমিটির আহ্বায়ক চিকিৎসক সামস মুশাফির বলেন, "সমস্যাগুলি এদিন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় । অবশেষে আমাদের আন্দোলনের চাপের মুখে পড়ে লগবুকের জন্য এক হাজার টাকা মকুব করার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে ।" দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি জানিয়েছেন ।

আরও পড়ুন : কেজরিওয়ালকে গৃহবন্দী করল দিল্লি পুলিশ


অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য সম্পাদক মণিশংকর পট্টনায়ক সোমবার এক বিবৃতিতে বলেছেন, "ন্যাশনাল মেডিকেল কমিশনের বিল যখন এসেছিল তখনই আমরা বিশ্লেষণ করে দেখিয়েছিলাম লাগামহীন বেসরকারীকরণ ও ফি বৃদ্ধি শুরু করা হবে । লকডাউনের সুযোগে ন্যাশনাল মেডিকেল কমিশন চালু করার পরে এখন সেটাই বাস্তব হতে চলেছে । একের পর এক বিভিন্ন অজুহাতে ছাত্র-ছাত্রীদের উপর ফি আদায় শুরু করা হচ্ছে । এদিকে, জনগণের টাকায় গড়ে ওঠা হাসপাতাল বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে মুনাফার জন্য ।" এর প্রতিবাদে এদিন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন ।

আরও পড়ুন : ডিসিজিআইয়ের কাছে জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমোদনের আবেদন ভারত বায়োটেকের

ABOUT THE AUTHOR

...view details