পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফের করোনার ছায়া কলকাতার স্কুলে, আক্রান্ত ছাত্র - করোনা আক্রান্ত

করোনা আক্রান্ত ছাত্র । তড়িঘড়ি স্কুল বন্ধের বিজ্ঞপ্তি জারি করল স্কুল কর্তৃপক্ষ ।

করোনার জেরে বন্ধ হল স্কুল
করোনার জেরে বন্ধ হল স্কুল

By

Published : Mar 24, 2021, 8:17 AM IST

কলকাতা, 24 মার্চ: সম্প্রতি কলকাতার দুটি নামী বেসরকারি স্কুলে করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছিল সবার মনে। সেই উদ্বেগ বাড়িয়ে দিল আরও একজনের আক্রান্ত হওয়ার খবর । শহরের আরও একটি স্কুলে করোনা আক্রান্ত হয়েছে এক পড়ুয়া। স্কুলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সেকথা। পাশাপাশি, 29 মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলেও স্কুলের তরফে জানানো হয়েছে।

করোনা আক্রান্ত হওয়ার এই বিজ্ঞপ্তিটি সোমবার ওই স্কুলটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 20 মার্চ, শনিবার পর্যন্ত ওই ছাত্র স্কুলে এসেছিল। এই কারণে আগামী 29 মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। বন্ধ থাকাকালীন সময়ে স্কুলে জীবাণুমুক্তকরণের কাজ হবে। দশম এবং দ্বাদশ শ্রেণির যে পরীক্ষাগুলি বাকি রয়েছে সেগুলি পিছিয়ে দেওয়া হয়েছে এবং পরিবর্তিত সূচি সম্পর্কে পড়ুয়াদের জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন : কলকাতার নামী বেসরকারি স্কুলে করোনা আক্রান্ত ছাত্র, আজ থেকে বন্ধ হল স্কুল

এই নিয়ে কলকাতার মোট চারটি স্কুলে করোনার ছায়া পড়ল। তার মধ্যে তিনটিই বেসরকারি। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কসবার একটি স্কুলে তিন শিক্ষিকার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তারপর গত রবিবার জানা যায়, কলকাতার দুটি নামী বেসরকারি স্কুলে করোনা আক্রান্ত হয়েছে। এই দুটি স্কুলের আক্রান্তদের মধ্যে এক শিক্ষকও রয়েছেন। সবমিলিয়ে 12 ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার পর নবম থেকে দ্বাদশ শ্রেণির সশরীরে ক্লাস চালু হলেও এভাবে একের পর এক করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে শিক্ষক থেকে অভিভাবক সব মহলেই ।

ABOUT THE AUTHOR

...view details