কলকাতা, 24 মার্চ: সম্প্রতি কলকাতার দুটি নামী বেসরকারি স্কুলে করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছিল সবার মনে। সেই উদ্বেগ বাড়িয়ে দিল আরও একজনের আক্রান্ত হওয়ার খবর । শহরের আরও একটি স্কুলে করোনা আক্রান্ত হয়েছে এক পড়ুয়া। স্কুলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সেকথা। পাশাপাশি, 29 মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলেও স্কুলের তরফে জানানো হয়েছে।
করোনা আক্রান্ত হওয়ার এই বিজ্ঞপ্তিটি সোমবার ওই স্কুলটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 20 মার্চ, শনিবার পর্যন্ত ওই ছাত্র স্কুলে এসেছিল। এই কারণে আগামী 29 মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। বন্ধ থাকাকালীন সময়ে স্কুলে জীবাণুমুক্তকরণের কাজ হবে। দশম এবং দ্বাদশ শ্রেণির যে পরীক্ষাগুলি বাকি রয়েছে সেগুলি পিছিয়ে দেওয়া হয়েছে এবং পরিবর্তিত সূচি সম্পর্কে পড়ুয়াদের জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।