পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC election 2021 : পৌরসভা নির্বাচনের আগেই শহরে উদ্ধার এক কোটি টাকা

তিলোত্তমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পৌরসভা নির্বাচন (KMC election 2021) ৷ তার আগেই পার্ক স্ট্রিট থেকে উদ্ধার হয়েছে 1 কোটি টাকা (STF Seizes 1 crore rupees) ।

KMC election
শহরে উদ্ধার এক কোটি টাকা

By

Published : Dec 14, 2021, 12:25 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর : আর কিছুদিন পরই কলকাতা পৌরনিগমের নির্বাচন (KMC election 2021) ৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে শহরের অতিস্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নিচ্ছে লালবাজার (adequate security arrangements for sensitive areas) ৷ আর তার মধ্যেই খাস কলকাতা থেকে উদ্ধার হল এক কোটি টাকা ।

গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা । তাঁর কাছ থেকেই উদ্ধার হয় একটি ব্যাগ । আর সেই ব্যাগেই ছিল এক কোটি টাকা ।

কী কারণে ওই বিপুল পরিমাণ অর্থ ওই ব্যক্তি পার্ক স্ট্রিটের মতো একটি অভিজাত এলাকায় এনেছিল, সেই নিয়ে রহস্য দানা বেঁধেছে । ধৃত ব্যক্তিকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা । লালবাজার সূত্রের খবর, সম্প্রতি কলকাতা পুলিশের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পান যে মালদা জেলায় একটি জালনোট কারবারের চক্র চলছে । সেখানে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা । সেসময় এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেও পরবর্তীকালে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় । ওই আটক হওয়া ব্যক্তির কাছ থেকে একাধিক তথ্য আদায় করেই পার্ক স্ট্রিট থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : STF Raid in Siliguri : একইদিনে জোড়া সাফল্য, দুই অভিযানে তিন কোটির মাদক ও লক্ষাধিক জালনোট উদ্ধার

কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (স্পেশাল টাস্কফোর্স) ভি সোলেমান নেশা কুমার বলেন, ‘‘কলকাতা পৌরভোটের আগে এই বিপুল পরিমাণ অর্থ ওই ব্যক্তি কেন এনেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ।’’

ABOUT THE AUTHOR

...view details