কলকাতা, 14 ডিসেম্বর : আর কিছুদিন পরই কলকাতা পৌরনিগমের নির্বাচন (KMC election 2021) ৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে শহরের অতিস্পর্শকাতর এলাকাগুলিকে চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নিচ্ছে লালবাজার (adequate security arrangements for sensitive areas) ৷ আর তার মধ্যেই খাস কলকাতা থেকে উদ্ধার হল এক কোটি টাকা ।
গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা । তাঁর কাছ থেকেই উদ্ধার হয় একটি ব্যাগ । আর সেই ব্যাগেই ছিল এক কোটি টাকা ।
কী কারণে ওই বিপুল পরিমাণ অর্থ ওই ব্যক্তি পার্ক স্ট্রিটের মতো একটি অভিজাত এলাকায় এনেছিল, সেই নিয়ে রহস্য দানা বেঁধেছে । ধৃত ব্যক্তিকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা । লালবাজার সূত্রের খবর, সম্প্রতি কলকাতা পুলিশের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পান যে মালদা জেলায় একটি জালনোট কারবারের চক্র চলছে । সেখানে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা । সেসময় এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেও পরবর্তীকালে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় । ওই আটক হওয়া ব্যক্তির কাছ থেকে একাধিক তথ্য আদায় করেই পার্ক স্ট্রিট থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা ।
আরও পড়ুন : STF Raid in Siliguri : একইদিনে জোড়া সাফল্য, দুই অভিযানে তিন কোটির মাদক ও লক্ষাধিক জালনোট উদ্ধার
কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (স্পেশাল টাস্কফোর্স) ভি সোলেমান নেশা কুমার বলেন, ‘‘কলকাতা পৌরভোটের আগে এই বিপুল পরিমাণ অর্থ ওই ব্যক্তি কেন এনেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ।’’