পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Manik Bhattacharya Security লুকআউট নোটিশ জারি হতেই তৃণমূল বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য - তৃণমূল বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার

টেট দুর্নীতি মামলায় লুকআউট নোটিশ (Lookout notice) জারি হতেই তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য সরকার (Manik Bhattacharya Security)৷

State govt withdraws security of Manik Bhattacharya after lookout notice issued against him
লুকআউট নোটিশ জারি হতেই তৃণমূল বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য

By

Published : Aug 26, 2022, 12:39 PM IST

কলকাতা, 26 অগস্ট:লুকআউট নোটিশ (Lookout notice) জারি হতেই তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার (Manik Bhattacharya Security)। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই এই তৃণমূল বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ।

এই মুহূর্তে টেট দুর্নীতি (Tet scam) মামলায় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই । এই ঘটনাকে কেন্দ্র করে শাসক এবং বিরোধীদের মধ্যে জোর রাজনৈতিক তরজা চলছে । দুর্নীতির প্রতি জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেই ধারাকে বজায় রেখেই কড়া সিদ্ধান্তের পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee)।

প্রসঙ্গত গত কয়েক দিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি খোঁজ পাচ্ছে না প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের । এরপর গোটা বিষয়টি কলকাতা হাইকোর্টের আইনজীবীদের জানিয়েছিলেন ইডির আধিকারিকরা । সিবিআই-ও এরপর এই নিয়ে উদ্যোগী হয় । নিখোঁজ প্রাক্তন পর্ষদ সভাপতিকে নিয়ে লুক আউট নোটিশ জারি করা যায় কি না, তাই নিয়ে আদালতের পরামর্শ চায় । এরপর রাতের দিকে সিবিআইয়ের তরফ থেকে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয় । তখন নবান্নের পরামর্শেই এই তৃণমূল বিধায়কের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্য পুলিশ ।

আরও পড়ুন:মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে কি জারি হবে লুক আউট নোটিস, আইনি পরামর্শ নিতে হাইকোর্টে ইডি

প্রাথমিক টেট 2014-র দুর্নীতির (Recruitment Scam) তদন্তে বেশ কিছুদিন ধরেই মানিক ভট্টাচার্যর খোঁজ করছে ইডি । মানিককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার তলব করা হলেও তিনি ইডির দফতরে হাজির হননি । গত 10 অগস্টও ইডি ডেকে পাঠিয়েছিল মানিককে । কিন্তু মানিকের তরফে কোনও জবাব দেওয়া হয়নি । এর পরই মানিকের খোঁজ শুরু করে কেন্দ্রীয় সংস্থাটি । কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির খোঁজ পাওয়া যায়নি ৷ সেই কারণেই বৃহস্পতিবার এ বিষয়ে পরামর্শ নিতে ইডি (ED) আধিকারিকরা হাইকোর্টের দ্বারস্থ হন ।

ABOUT THE AUTHOR

...view details