কলকাতা, 20 সেপ্টেম্বর: বন্ধ স্কুল খোলার জন্য নীতি আনতে চাইছে রাজ্য সরকার (Bratya Basu on Schools)৷ বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শিক্ষা ব্যবস্থা শিক্ষাবিদদের হাতে থাকা উচিত বলে মত প্রকাশ করেন তিনি (West Bengal assembly)।
বিধানসভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ প্রসঙ্গে বলতে গিয়ে এ দিন ব্রাত্য বলেন, "6 বছর পর আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে । তৈরি হচ্ছে একটা নিয়ম । সব জায়গার ভ্যাকেন্সি অনুযায়ী নিয়োগ করা হবে ।"
শিক্ষা দফতর সূত্রে খবর, এই মুহূর্তে বাংলা মাধ্যম স্কুলগুলির অবস্থা ভালো নয় । একসময়ের বহু নামী স্কুলও এখন ছাত্রছাত্রীর অভাবে ধুঁকছে । এ বার এই স্কুলগুলি নিয়ে নির্দিষ্ট নীতি আনতে চলেছে রাজ্য সরকার । কীভাবে এই স্কুলগুলিকে আবার সক্রিয় করা যায়, তা নিয়ে ভাবনা-চিন্তা চলছে । এ দিন রাজ্য বিধানসভায় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, "বন্ধ স্কুলগুলো খোলার জন্য সরকার নতুন করে পলিসি আনবে । অনেকে বলেছেন, বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে । সার্ভে করছি । কী কারণে বন্ধ হচ্ছে, জানার চেষ্টা চলছে ।"
আরও পড়ুন:শিক্ষক দিবসে নিজের রাজনীতির শিক্ষক মমতাকে প্রণাম শিক্ষামন্ত্রীর
বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও জানান, দূরত্ব, ছাত্র-ছাত্রীর সংখ্যা ইত্যাদি অনুঘটকের ভিত্তিতে সার্ভে হবে । সেই তথ্য এলে সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠানো হবে । তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । তিনি জানিয়েছেন, যে যে স্কুল বন্ধ আছে, সেই সব স্কুল সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে জেলাশাসকদের থেকে । স্কুল ছাত্রের সংখ্যা কম থাকলে ক্লাস্টার করার ভাবনা আছে । জেলাশাসক ও বিধায়কদের থেকে রিপোর্ট এলে তা মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে (Bratya Basu at Assembly)।