কলকাতা, 27 জুন : COVID-19 টেস্টের জন্য 4,500 টাকা এবং নমুনা সংগ্রহের জন্য 500 টাকা । সব মিলিয়ে বেসরকারি হাসপাতালে COVID-19 টেস্টের জন্য খরচ পড়ে 5000 টাকা । এবার এই অবস্থার পরিবর্তন হতে চলেছে । শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে COVID-19 টেস্টের জন্য খরচ পড়বে 2,250 টাকা । অর্থাৎ, অর্ধেক । এই নির্দেশে COVID-19 টেস্টের পাশাপাশি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ফি , চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য PPE (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) কিট সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার খরচও বেঁধে দেওয়া হয়েছে । এই নির্দেশ অমান্য করা হলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গতকাল রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে ।
বেসরকারি হাসপাতালে কোরোনা পরীক্ষার খরচ বেঁধে দিল রাজ্য
বেসরকারি হাসপাতালে COVID-19 টেস্টের জন্য মোট খরচ হয় 5000 টাকা ৷ দাবি উঠেছিল এই খরচ কমানোর ৷ শেষপর্যন্ত, গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তর বেসরকারি হাসপাতালে কোরোনা রোগীর চিকিৎসা খরচ বেঁধে দিল ৷
COVID-19-এর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে 17 জুন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হয়েছিল । ওই বৈঠকে চিকিৎসকদের সংগঠনগুলির তরফে বিভিন্ন প্রস্তাব পেশ করা হয়েছিল । যার মধ্যে ছিল বেসরকারি হাসপাতালে COVID-19 টেস্ট এবং চিকিৎসার জন্য খরচের বিষয়টিও । এই সব বিষয়ে বেসরকারি হাসপাতালে খরচ বেঁধে দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছিল । সরকারি-বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে জানা গিয়েছিল, এই বিষয়টি দেখা হবে বলে ওই বৈঠকে আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী । পরের দিন নবান্নে বেসরকারি হাসপাতালগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা । ওই বৈঠকে খরচ কমানোর জন্য বেসরকারি হাসপাতালেগুলির প্রতিনিধিদের বলা হয় । তারপরও অভিযোগ আসছিল, বিভিন্ন বেসরকারি হাসপাতালে নানা ধরনের খরচ হচ্ছে । চিকিৎসার জন্য খরচের হেরফের তো রয়েছেই ৷ খরচের হেরফের দেখা যাচ্ছে COVID-19 টেস্টের ক্ষেত্রেও । জানা গিয়েছে, বেসরকারি ক্ষেত্রে COVID-19 টেস্টের জন্য কোথাও যেমন 4,500 টাকা খরচ পড়ে । তেমনই কোথাও আবার খরচ পড়ছে 5000 টাকা ।
গতকাল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশে জানানো হয়েছে, বিভিন্ন হাসপাতাল এবং ল্যাবরেটরিতে COVID-19 টেস্ট, চিকিৎসকদের ফি এবং PPE কিট সহ চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় যে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার জন্য বেশি খরচ নেওয়া হচ্ছে বলে অভিযোগ আসে । যার জেরে এই নির্দেশে খরচ বেঁধে দেওয়া হয়েছে । এই নির্দেশ অনুযায়ী বেসরকারি ক্ষেত্রে COVID-19 টেস্টের জন্য 2,250 টাকা, হাসপাতালে ভরতি রোগীর চিকিৎসার সময় চিকিৎসকের ফি প্রতিদিন 1000 টাকা এবং PPE কিট সহ চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় অন্য যে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে তার জন্য প্রতিদিন খরচ 1000 টাকা নেওয়া যাবে । এই নির্দেশ ভঙ্গ করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সংস্থানও রাখা হয়েছে এই নির্দেশে ৷