কলকাতা, 5 সেপ্টেম্বর : ব্যারাকপুরের BJP নেতা মণীশ শুক্লা খুনে এবার CID তদন্তের নির্দেশ দিল নবান্ন । ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট । তাতে উঠে এসেছে বেশ কিছু সূত্র । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভাড়াটে খুনি দিয়ে BJP নেতাকে খুন করা হয়েছে । অনুমান করা হচ্ছে, তদন্তের জাল ছড়াতে পারে গভীরে ৷ সেই কারণেই CID তদন্তের নির্দেশ দেওয়া হল বলে মনে করা হচ্ছে । ভবানী ভবন সূত্রে খবর, আজই CID-র তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থানে পৌঁছাতে পারেন ।
গতকাল সন্ধে সাতটা নাগাদ টিটাগড় থানার বিপরীতে BJP কার্যালয়ে গিয়েছিলেন মণীশ শুক্লা । পার্টি অফিসে ঢুকে তিনি কর্মীদের চা আনার জন্য বলেন । তখন তাঁর সঙ্গে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না । এই সুযোগে ব্যারাকপুর দিক থেকে চারজন দুষ্কৃতী সেখানে ঢোকে । বাইকে করে এসেছিল তারা । চলে এলোপাথাড়ি গুলি । সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন BJP নেতা । দুষ্কৃতীরা এরপর খড়দার দিকে দিয়ে পালিয়ে যায় । BJP-র দাবি, রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়েছে । পুলিশি তদন্তেও জানা যাচ্ছে তেমনটাই । তদন্তকারীদের প্রাথমিক ধারণা, এলাকায় রীতিমতো নজরদারি চালানো হয়েছিল । নির্দিষ্ট সংকেত পাওয়ার পরেই দুষ্কৃতীরা পার্টি অফিসের কাছে আসে । তারপরই গুলি চালায় । পুলিশের প্রাথমিক অনুমান, নাইন MM কিংবা কার্বাইন থেকে গুলি চালানো হয়েছিল । এগুলি সাধারণত ব্যবহার করে সুপারি কিলাররা । সেই সূত্রেই মনে করা হচ্ছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে সুপারি কিলাররা ।