কলকাতা, 27 ফেব্রুয়ারি: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ঠিক আগের মুহূর্তেই বড় ঘোষণা রাজ্য়ের ৷ বাড়ানো হল শ্রমিকদের দৈনিক মজুরি ৷ কলকাতা-সহ 125টি পৌরনিগম ও পৌরসভার 100 দিনের শ্রমিকের দৈনিক মজুরি বাড়াল রাজ্য সরকার ৷ এর ফলে দক্ষ ও অদক্ষ মিলিয়ে কলকাতা-সহ ছ’টি পৌরনিগম ও 119 পৌরসভায় 50 হাজারেরও বেশি শ্রমিক উপকৃত হবেন। এছাড়াও প্রায় চারহাজার স্বাস্থ্যকর্মীর বেতন বাড়ানো হচ্ছে ৷ সরকারের তরফে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের পুর নগরোন্ননমন্ত্রী ফিরহাদ হাকিম ৷
ভোটের আগেই মজুরি বৃদ্ধির ঘোষণায় খুশির হাওয়া শ্রমিকদের মধ্যে। পৌরনিগম ও পৌরসভাগুলির সবস্তরেই বিপুল বেতনবৃদ্ধি ও মজুরিবৃদ্ধির ঘোষণা করেছেন কলকাতার মুখ্য পৌরপ্রশাসক ৷ যা এর আগে কখনও হয়নি বলেই তাঁর দাবি ৷
ফিরহাদ জানিয়েছেন, 100 দিনের কাজের শ্রমিকদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে ৷ এতদিন পর্যন্ত 100 দিনের অদক্ষ শ্রমিকরা দৈনিক মজুরি পেতেন 144 টাকা। এখন তা বেড়ে হল 202 টাকা। আংশিক দক্ষ শ্রমিকরা দৈনিক মজুরি পেতেন 172 টাকা ৷ তা বেড়ে হল 303 টাকা। আর দক্ষ শ্রমিকরা এতদিন দৈনিক পারিশ্রমিক পেতেন 303 টাকা ৷ যা বেড়ে হচ্ছে 404 টাকা ৷